বাংলাদেশ কৃষি ব্যাংকের নতুন ডিএমডি খান ইকবাল হোসেন
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
বিশিষ্ট ব্যাংকার খান ইকবাল হোসেন গত মঙ্গলবার (২২ নভেম্বর) বাংলাদেশ কৃষি ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন। ১৯৯৮ সালে রূপালী ব্যাংক লিমিটেড এ সিনিয়র অফিসার হিসেবে তাঁর ব্যাংকিং ক্যারিয়ার শুরু হয়। বাংলাদেশ কৃষি ব্যাংকে যোগদানের পূর্বে রূপালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এর দায়িত্ব পালন করেন। চাকুরি জীবনে রূপালী ব্যাংকের বিভিন্ন শাখা ও বিভাগের দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞানে বিএসএস (সম্মান) ও এমএসএস ডিগ্রি অর্জন করেন। তিনি কৃতিত্বের সাথে ব্যাংকিং ডিপ্লোমা ১ম ও ২য় পর্ব সম্পন্ন করেন। দেশে ও বিদেশে বিভিন্ন ট্রেনিং, সেমিনার ও সিম্পোজিয়ামে অংশ গ্রহণ করেন। পিরোজপুর জেলার কুমারখালী গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তি জীবনে তিনি এক কন্যা সন্তানের জনক। ডেল্টা টাইমস্/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |