কুবি শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত
কুবি প্রতিনিধি:
|
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নির্বাচনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির কারণে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। সবার উপস্থিতিতে এই স্থগিতের সিদ্ধান্ত দেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামান। এর আগে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে নির্বাচন শুরু হওয়ার কথা থাকলেও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বঙ্গবন্ধু পরিষদের একাংশের সভাপতি কাজী ওমর সিদ্দিকীসহ বেশ কয়েকজন শিক্ষক নির্বাচনে হস্তক্ষেপ করেন বলে জানা গেছে। তাদের দাবি— নির্বাচন হয় শিক্ষক লাউঞ্জে, কিন্তু এবার হচ্ছে বিজ্ঞান অনুষদে। পরে বেলা ১টা পর্যন্ত দরজার প্রবেশ পথ অবরোধ করে রাখেন তারা। এদিকে অন্যরা ভোটের জন্য বাইরে দাঁড়ালেও বাধার মুখে একটি ভোটও পড়েনি কেন্দ্রে। বিজ্ঞান অনুষদে নির্বাচন আয়োজন নিয়ে নির্বাচন কমিশনের ভাষ্য— বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষক লাউঞ্জে নির্বাচন করার অনুমতি দেয়নি। তাই বাধ্য হয়েই এখানে আয়োজন করতে হচ্ছে। নির্বাচন স্থগিতের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামান বলেন, নির্বাচনের সময় শেষ হয়ে যাওয়ায় ও উদ্ভূত পরিস্থিতি সৃষ্টির কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে। ডেল্টা টাইমস্/সাঈদ হাসান/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |