পেটে কাঁচের টুকরা ঢুকিয়ে তরুণীর ‘আত্মহত্যা’
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
রাজধানীর নিকেতনে কলহের জেরে পেটে কাঁচের টুকরা ঢুকিয়ে মোছা. মাহিমুন মুলান (২২) নামের এক তরুণি আত্মহত্যা করেছেন বলে তার স্বামী অভিযোগ করেছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে আটক করেছে পুলিশ। বাচ্চু মিয়া বলেন, মেয়েটি বোতল ভেঙে নিজের পেটে ঢুকিয়ে আত্মহত্যা করেছে বলে তার স্বামী বলেছেন। বিষয়টি এখনও নিশ্চিত নই। এ বিষয়ে তদন্তসাপেক্ষে বলা যাবে। পুলিশ ও স্বজন সূত্রে জানা গেছে, প্রেমের সম্পর্কে সূত্র ধরে গত মে মাসে বিয়ে করেন জোবায়ের ও মাহিমা। বর্তমানে তারা উত্তর বাড্ডার পূর্বাঞ্চল নাবিল হাউজিংয়ে একটি ফ্লাটে ভাড়া থাকতেন। সেখানে তাদের সঙ্গে মাহিমার ছোটবোনও থাকতেন। জোবায়ের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সে চতূর্থ বর্ষে পড়াশোনা করেন। পড়ালেখার পাশাপাশি তিনি গুলশান ১১০ নম্বর রোডের ড্রোব প্রডাকশন মিডিয়া হাউজে চাকরি করেন। ডেল্টা টাইমস্/সিআর/একে |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |