শনিবার ৫ অক্টোবর ২০২৪ ২০ আশ্বিন ১৪৩১

‘দেশের কিছু মানুষ এখনো বলে পাকিস্তানই ভাল ছিল’
ডেল্টা টাইমস ডেস্ক :
প্রকাশ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ৫:১৯ পিএম | অনলাইন সংস্করণ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যা করার জন্যই আগরতলা ষড়যন্ত্র মামলা হয়েছিল। এতো কিছুর পরও এখনো বাংলাদেশের কিছু মানুষ বলে পাকিস্তানই ভাল ছিল।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া বলেছিলেন, নৌকায় ভোট দিলে দেশ ভারত হয়ে যাবে। শান্তিচুক্তি হওয়ার পর বেগম খালেদা জিয়া বলেছে, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ভারতের অংশ হয়ে গিয়েছে।

শনিবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশের পেশাজীবীদের সবচেয়ে প্রাচীন প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)'র উদ্যোগে আইইবির ইআরসি কনফারেন্স হলে ‘বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘দেশের কিছু মানুষ এখনো বলে পাকিস্তানই ভাল ছিল’

‘দেশের কিছু মানুষ এখনো বলে পাকিস্তানই ভাল ছিল’

মন্ত্রী বলেন, দীর্ঘ ২৩ বছর পাকিস্তানি দুঃশাসনের সময়ে আমাদের সবদিক থেকেই বঞ্চিত করা হয়েছে। পাকিস্তানিদের তিনটি প্রাদেশিক রাজধানী করা হয়েছিল, কিন্ত আমরা কিছুই পাইনি। পূর্ব পাকিস্তানের রেমিট্যান্স ৮০ ভাগ থাকা স্বত্ত্বেও উন্নয়নে কানাকড়ি পেয়েছি। সাধারণ মানুষের কাছে এখনো সত্য কথা পৌঁছায় না। প্রকৌশলীরা সমাজের বিজ্ঞ ও কারিগর। দেশের সব উন্নয়নের কথাগুলো আপনারাই মানুষের কাছে পৌঁছাতে হবে। প্রকৌশলীরা সজাগ থাকলেই বাংলাদেশ এগিয়ে যাবে বলে বিশ্বাস করি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর।
ইঞ্জিনিয়ার আবদুস সবুর বলেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সবসময়ই মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস ও চর্চা করে। মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখতে প্রকৌশলীরা বদ্ধপরিকর।

আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নূরুল হুদার সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন আইইবির সম্মানি সাধারণ সম্পাদক প্রকৌশলী শাহাদাৎ হোসেন (শীবলু)। আইইবির সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল কালাম হাজারীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইইবির ভাইস প্রেসিডেন্ট মো. নুরুজ্জামান, মোহাম্মদ হোসাইন, খন্দকার মঞ্জুর মোর্শেদ, মনজুরুল হক মঞ্জু, সহকারী সাধারণ সম্পাদক প্রতীক কুমার ঘোষ, রনক আহসান।

উল্লেখ্য, অনুষ্ঠানে আইইবির ৪২ জন মুক্তিযোদ্ধা প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে যাদের মধ্যে তিনজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাও ছিলেন।


ডেল্টা টাইমস্/সিআর/জেড এইচ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com