আপাতত বাংলাদেশে মুক্তি পাচ্ছে না 'পাঠান'
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() আপাতত বাংলাদেশে মুক্তি পাচ্ছে না 'পাঠান' কিন্তু না, আপাতত বাংলাদেশে 'পাঠান' মুক্তি পাচ্ছে না। তথ্য মন্ত্রণালয় থেকে ছবি মুক্তির অনুমতি মেলেনি। মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে বাংলাদেশে 'পাঠান' মুক্তিসংক্রান্ত মিটিংয়ে ছবিটি এ দেশে মুক্তির কোনো সিদ্ধান্ত হয়নি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফারুক আহমেদ এবং বাংলাদেশ সিনেমা হল মালিকদের সংগঠনের উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস এখনই দেশে পাঠান মুক্তির কোনো সুযোগ নেই বলে জানান। তবে সিনেপ্রেমীদের আশ্বস্ত করে সুদীপ্ত কুমার দাস বলেন, 'পাঠান' দেশে মুক্তির অনুমতি মিলবেই। আমরা চাইছিলাম ২৭ জানুয়ারি মুক্তি দিতে। সেটা হয়তো সম্ভব হবে না। হয়তো ৩ ফেব্রুয়ারি বা ১০ ফেব্রুয়ারি মুক্তি দেব। ডেল্টা টাইমস্/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |