২০ টাকার ইনজেকশন হাজার টাকায় বিক্রি, জরিমানা ৪০ হাজার টাকা
নোয়াখালী প্রতিনিধি:
|
![]() ২০ টাকার ইনজেকশন হাজার টাকায় বিক্রি, জরিমানা ৪০ হাজার টাকা সোমবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার মাইজদী বাজারের হাসপাতাল রোড এলাকার জাপান বাংলাদেশ ফার্মেসীতে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয় সূত্রে জানা যায়, একজন ভোক্তার কাছে রাতে ১টি ২০ টাকা মূল্যের বারবিট ইনজেকশন এক হাজার টাকায় বিক্রি করা হয়। এমন অভিযোগ পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী জেলার আভিযানিক টিম ওই ফার্মেসীতে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করে এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা করে। এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালী সহকারী পরিচালক মো. কাউছার মিয়া বিডি২৪লাইভকে বলেন, জরিমানার পাশাপাশি তাদের সতর্ক করে দেওয়া হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে। এ সময় সুধারাম মডেল থানা পুলিশ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। ডেল্টা টাইমস্/মোঃ আবদুল্যাহ চৌধুরী/সিআর/এমই
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |