হাথুরুসিংহের ফেরা নিয়ে মন্তব্য করতে নারাজ সাকিব
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() হাথুরুসিংহের ফেরা নিয়ে মন্তব্য করতে নারাজ সাকিব বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে মঙ্গলবার ঢাকা ডমিনেটরসের মুখোমুখি হয়েছে সাকিবের ফরচুন বরিশাল। সৌম্য-মিথুনের ব্যাটে ভর করে ম্যাচে সাকিবের দলকে ৫ উইকেটে হারিয়েছে ঢাকা। ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন বরিশালের অধিনায়ক সাকিব। কথা বলার এক পর্যায়ে সাকিবের কাছে জানতে চাওয়া হয় পুরোনো গুরু হাথুরুসিংহের ব্যাপারে। আবারও কোচ হিসেবে দায়িত্ব পেলে কেমন করবেন হাথুরু, এমন প্রশ্নের জবাবে সাকিব কোনো মন্তব্য না করে ‘নো কমেন্টস’ বলে এড়িয়ে যান। এরপর আবারও সাকিবের কাছে জানতে চাওয়া হয় হাথুরুসিংহে কোচ হিসবে আসলে আপনার কেমন লাগবে? এবার জবাবে সাকিব বলেন, ‘ঠিক আছে’। চলমান বিপিএলে বল হাতে খুব একটা ছন্দে ছিলেন না সাকিব। তবে ঢাকা ডমিনেটরসের বিপক্ষে এদিন ১৮ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তিনি। ম্যাচের আগের দিন সোমবার অবশ্য লম্বা সময় বোলিং অনুশীলন করেছিলেন নেটে। আর তাতেই মিলল সাফল্য। এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘প্রাকটিস তো সবসময় করাই হয়। কোনোকিছু যদি মনে হয় একটু বেটার করার প্রয়োজন তখন অনুশীলন করার চেষ্টা করি। কোনোটা কাজে আসে আবার কোনোটা আসে না। কিন্তু এটা একটা চলমান প্রসেস।’ নিজের ব্যাটিং নিয়ে সাকিব বলেন, ‘নিজের ব্যাটিং ভালো লাগে, এনজয় করি। ভালো আসলে যতটা বলছেন আমার কাছে মনে হয় ততোটা না। হ্যাঁ ভালো যাচ্ছিল, তবে শেষ কয়েক ম্যাচে ভালো করতে পারিনি। আশা রাখছি টুর্নামেন্ট শুরুর সময় যেভাবে ব্যাটিং করছিলাম ওভাবেই যেন শেষ করতে পারি।’ ডেল্টা টাইমস্/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |