বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ ১৩ আশ্বিন ১৪৩০

পটুয়াখালীতে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২০ মে, ২০২৩, ১২:০৯ পিএম আপডেট: ২০.০৫.২০২৩ ১:২৮ পিএম | অনলাইন সংস্করণ

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পটুয়াখালীতে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার (২০ মে) সকাল ১০টায় জেলা বনানী মোড়ের বিএনপি কার্যালয়ের সামনে থেকে সমাবেশটি শুরু হয়। অন্যদিকে পৌরসভার মোড় থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা শান্তি সমাবেশ শুর করে।

জানা গেছে, শনিবার সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী জেলা যুবলীগের শান্তি সমাবেশ শুরু হয়। এ সময়  বিএনপির নেতাকর্মীরা পৌরসভার মোড়ে গিয়ে পৌঁছালে বিপরীত পাশ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ইট পাটকেল ছুড়তে থাকে বলে জানা গেছে। এরপর দুই দলের নেতাকর্মীদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া অনুষ্ঠিত হয়। এ সংঘর্ষে উভয় দলের নেতাকর্মী আহত হন।

পটুয়াখালী জেলা যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম লিটন বলেন, সকাল ১০টার সময় বিএনপির কর্মসূচিতে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এক সঙ্গে আমাদের উপর হামলা করে। এদিকে পুলিশ টিয়ারসেল মেরে আমাদের সমাবেশকে পণ্ড করে দেয়। আমাদের ৩০ থেকে ৩৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। তারা হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আলমগীর বলেন, এই পটুয়াখালীতে বিএনপি জামায়েতের তাণ্ডব চলছে। তবে তাদের এই তাণ্ডব রুখতে আমরা সব সময় সোচ্চার আছি। আমাদের অনেক নেতাকর্মীর উপরে তারা হামলা চালিয়েছে। এখন পর্যন্ত বলা যাচ্ছে না আনুমানিক কতজন আহত আছেন।

পটুয়াখালী জেলা পুলিশ সুপার সাইদুল ইসলাম বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে দুই দলের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুই দলকেই থামানোর জন্য পুলিশ চেষ্টা করে। পুলিশ প্রশাসনের কেউ আহত হয়েছে কিনা সেটা বলা যাচ্ছে। তবে পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

ডেল্টা টাইমস্/সিআর/একে 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com