পটুয়াখালীতে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
ছবি: সংগৃহীত পটুয়াখালী জেলা যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম লিটন বলেন, সকাল ১০টার সময় বিএনপির কর্মসূচিতে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এক সঙ্গে আমাদের উপর হামলা করে। এদিকে পুলিশ টিয়ারসেল মেরে আমাদের সমাবেশকে পণ্ড করে দেয়। আমাদের ৩০ থেকে ৩৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। তারা হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে। জেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আলমগীর বলেন, এই পটুয়াখালীতে বিএনপি জামায়েতের তাণ্ডব চলছে। তবে তাদের এই তাণ্ডব রুখতে আমরা সব সময় সোচ্চার আছি। আমাদের অনেক নেতাকর্মীর উপরে তারা হামলা চালিয়েছে। এখন পর্যন্ত বলা যাচ্ছে না আনুমানিক কতজন আহত আছেন। পটুয়াখালী জেলা পুলিশ সুপার সাইদুল ইসলাম বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে দুই দলের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুই দলকেই থামানোর জন্য পুলিশ চেষ্টা করে। পুলিশ প্রশাসনের কেউ আহত হয়েছে কিনা সেটা বলা যাচ্ছে। তবে পরিস্থিতি এখন শান্ত রয়েছে। ডেল্টা টাইমস্/সিআর/একে |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |