পিরোজপুরে পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপির সমাবেশ
পিরোজপুর প্রতিনিধি:
|
গায়েবি মামলা, পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আওয়ামী লীগ সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে ১০ দফা বাস্তবায়নের দাবিতে পিরোজপুরে পুলিশের বাধা উপেক্ষা করে সমাবেশ করেছে জেলা বিএনপি। শুক্রবার (২৬ মে) সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের বিএনপির কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শুরুর আগে জেলার বিএনপির নেতারা অভিযোগ করেন, পুলিশ তাদের নেতাকর্মীদের সমাবেশে আসতে বাধা দিচ্ছে। পরে পুলিশের বাধা উপক্ষা করে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন তারা। জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল, কেন্দ্রীয় কমিটির সদস্য এলিজা জামান, সদস্যসচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুসহ জেলা বিএনপির নেতারা। এ সময় বক্তারা বলেন, সরকার লুটের রাজ্য গড়ে তুলেছে। তাদের লক্ষ্য হচ্ছে সবকিছুকে নিয়ন্ত্রণ করে আবারও একদলীয় শাসন কায়েম করা। দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। আজ জনগণ জেগে উঠেছে। সুশীল সমাজের প্রতিনিধিরা জেগে উঠেছে। এমনকি গণমাধ্যমও ভূমিকা রাখছে বলে মতপ্রকাশ করেন তারা। ডেল্টা টাইমস্/নাছরুল্লাহ আল কাফী/সিআর/এমই
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |