রোববার ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪ ভাদ্র ১৪৩১

বর্তমানে দেশে ২৫০টি গ্রিন ফ্যাক্টরি গড়ে উঠেছে
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২৭ মে, ২০২৩, ২:৩৬ পিএম | অনলাইন সংস্করণ

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

১০ বছর আগে সাভারের রানা প্লাজা দুর্ঘটনার পর দেশের পোশাক শিল্প খাতে আমূল পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি জসিম উদ্দিন। তিনি বলেন, বর্তমানে দেশে ২৫০টি গ্রিন ফ্যাক্টরি গড়ে উঠেছে। সারা পৃথিবীতে ১০টার মধ্যে ৮টাই বাংলাদেশে।

শনিবার (২৭ মে) রাজধানীর বঙ্গবাজারে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কাছে সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের এক কোটি টাকার চেক তুলে দেন জসিম উদ্দিন।

এফবিসিসিআই সভাপতি বলেন, বর্তমানে দেশের এক্সপোর্ট ওরিয়েনটেড কোম্পানিগুলো ভালো অবস্থানে রয়েছে। কোনো দুর্ঘটনায় একজন মানুষ মারা গেলে তার পরিবারই বুঝে কী হারিয়েছে। ঝুঁকিপূর্ণ দোকানগুলো বন্ধে বিভিন্ন সময়ে পরামর্শ দেওয়া হয়েছে।

জসিম উদ্দিন আরও বলেন, গত ৪ এপ্রিল বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সেখানকার ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়ে। তখন এফবিসিসিআই এক কোটি টাকা দেওয়া কথা বলেছিল। এই টাকার চেক আজকে হস্তান্তর করা হচ্ছে। সেখানকার ব্যবসায়ীরা আইএফআইসি ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলেছে। ওখানে জমা দিলে ক্ষতিগ্রস্ত সবাই পাবেন বলে আশা করছি।

তিনি আরও বলেন, এফবিসিসিআই সবসময় সিএসআর খাত থেকে সব ধরনের দুর্যোগে এগিয়ে আসার চেষ্টা করে। করোনার সময়ে আমরা কয়েক হাজার সিলিন্ডার বিতরণ করেছি। এছাড়া শীতার্তদের পাশেও দাঁড়িয়েছিল এফবিসিসিআই। আমরা একটি সেফটি কাউন্সিল তৈরি করেছি। এভাবে সবক্ষেত্রেই এফবিসিসিআই এগিয়ে আসছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- এফবিসিসিআই'র সিনিয়র ভাইস চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী বাবু, দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন প্রমুখ।

ডেল্টা টাইমস্/সিআর/একে 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com