ভাড়া নিয়ে দ্বন্দ্বে ধানমন্ডিতে বাস ভাঙচুর
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
ভাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে রাজধানীর ধানমন্ডিতে যাত্রীবাহী একটি বাস ভাঙচুর করার অভিযোগ রয়েছে আইডিয়াল কলেজ ছাত্রদের বিরুদ্ধে। রোববার (৪ জুন) দুপুরে এই ঘটনা ঘটে। ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কটি দিয়ে যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে আইডিয়াল কলেজে শিক্ষার্থীরা সাইন্সল্যাব এলাকা সড়ক অবরোধ করে। এ সময় হঠাৎ একটি গাড়ি ভাঙচুর করে তারা। তখন বাসটিতে থাকা যাত্রীরা দ্রুত নেমে পড়েন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, গতকাল মৌমিতা পরিবহনের একটি বাসে ভাড়া নিয়ে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের দ্বন্দ্ব হয়। এর জের ধরে আজ প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। এ সময় মৌমিতা পরিবহনের একটি বাস ভাঙচুর করে তারা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান ওসি। ডেল্টা টাইমস্/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |