আফগানদের উড়িয়ে সিরিজ সমতায় শ্রীলঙ্কা
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: সোমবার, ৫ জুন, ২০২৩, ৪:০৩ পিএম

আফগানদের উড়িয়ে সিরিজ সমতায় শ্রীলঙ্কা

আফগানদের উড়িয়ে সিরিজ সমতায় শ্রীলঙ্কা

প্রথম ম্যাচে ঘরের মাঠে সফরকারী আফগানিস্তানের কাছে ৬ উইকেটে হেরে যায় শ্রীলঙ্কা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানদের রীতিমত বিধ্বস্ত করে সমতা ফিরিয়ে এনেছে লঙ্কানরা। রোববার রাতে হাম্বানতোতায় অনুষ্ঠিত এই ম্যাচে আফগানিস্তানকে ১৩২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা।

হাম্বানতোতায় টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ৩২৩ রান সংগ্রহ করে স্বাগতিক শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে ওয়ানিদু হাসারাঙ্গা এবং ধনঞ্জয়া ডি সিলভার ঘূর্ণি বোলিংয়ের সামনে ৪২.১ ওভারেই ১৯১ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান।

হাম্বানতোতায় দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক শ্রীলঙ্কা। ব্যাট করতে নেমে দুই ওপেনার পাথুম নিশাঙ্কা এবং দিমুথ করুনারত্নের ব্যাটে ভালোই সূচনা করে স্বাগতিকরা। ৮২ রানের জুটি গড়ে তোলেন তারা দু’জন। ৪৩ রান করে প্রথমে আউট হন পাথুম নিশাঙ্কা। করুনারত্নে করেন ৫২ রান।

৭৫ বলে ৭৮ রান করেন কুশল মেন্ডিস। সাদিরা সামারাবিক্রমা ৪৬ বলে করেন ৪৪ রান। ২৪ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন ধনঞ্জয়া ডি সিলভা। ১৩ বলে ২৩ রান করেন দাসুন সানাকা এবং ১২ বলে ২৯ রান করেন ওয়ানিদু হাসারাঙ্গা।

জবাব দিতে নেমে রহমানুল্লাহ গুরবাজ ২ রানে আউট হন। ইব্রাহিম জাদরান ৫৪, রহমত শাহ ৩৬ এবং হাশমতউল্লাহ শহিদি ৬২ বলে করেন ৫৭ রান। এছাড়া আজমতউল্লাহ ওমরজাই ৩১ বলে ২৮ রান করেন। বাকি ব্যাটারদের আর কেউ দুই অংকের ঘরই স্পর্শ করতে পারেননি।

ওয়ানিদ হাসারাঙ্গা এবং ধনঞ্জয়া ডি সিলভা নেন ৩টি করে উইকেট এবং ২ উইকেট নেন দুষ্মন্তে চামিরা। ১টি করে উইকেট নেন মহেশ থিকসানা এবং দাসুন সানাকা। সিরেজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ৭ জুন, হাম্বানতোতায়।


ডেল্টা টাইমস্/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com