বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ ১৩ আশ্বিন ১৪৩০

কেন্দ্র দখলের চেষ্টা হলে নির্বাচন স্থগিত হবে: সিইসি
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: বুধবার, ৭ জুন, ২০২৩, ৩:১৯ পিএম | অনলাইন সংস্করণ

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা।

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘কোনো প্রার্থী যদি নির্বাচনী আচরণবিধি না মানে তাহলে তার প্রার্থীতা বাতিল করা হবে। আমরা খুব কঠোর অবস্থানে যাচ্ছি। যদি দেখা যায় নির্বাচন সুষ্ঠ না হয়, কেউ কেন্দ্র দখলের চেষ্টা করলে আমরা নির্বাচন স্থগিত করে দেব।’

বুধবার (৭ জুন) রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি থেকে তিনি এই কথাগুলো বলেন। তিনি বলেন, ‘রাজশাহীর অনেক সুনাম আছে। নির্বাচনে কেউ অনিয়ম করলে, পেশীশক্তির ব্যবহার করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

রাজশাহী নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে এই সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রার্থীরা সমস্যা নিয়ে কথা বলেন। এর চেয়ে বেশি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন বেশি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) হবে। এটা কঠিন কোনো বিষয় নয়, বরং বেশ সহজ। অকারণে ইভিএম নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না। কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে। আমরা মনিটরিং করব। ব্যাপক অনিয়ম ধরা পড়লে, প্রভাব সৃষ্টি করলে আমরা ভোট বন্ধ করতে বাধ্য হব।’

তিনি বলেন, ‘অনেক প্রার্থী আচরণবিধি মানছেন না। আমরা নির্বাচনে খুব কঠোর অবস্থানে আছি। কোনো প্রার্থীদের গুরুত্বর অভিযোগ আসলে তার প্রার্থীতাও বাতিল করা হবে। ইতিমধ্যে আমরা নির্বাচনে অনেক প্রার্থীর প্রার্থীতা বাতিল করেছি। সর্বশেষ কক্সবাজার পৌর নির্বাচনের এক কাউন্সিলর প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হয়েছে।’ তাই সকলকে আচরণবিধি মেনে নির্বাচনে প্রচারণা চালানোর আহ্বান জানান তিনি।

সিইসি বলেন, ‘আমরা এ পর্যন্ত ৭০০ থেকে ৮০০ নির্বাচন করেছি। এখন পর্যন্ত কেউ আমাদের নামে কোনো অভিযোগ দিতে পারিনি। খুবই স্বচ্ছতার সঙ্গে নির্বাচনগুলো করা হচ্ছে। আমরা সরকারের না। সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করছি। গাজীপুরের মতো রাজশাহীতেও সুষ্ঠু নির্বাচন হবে।’

তিনি প্রার্থীদের উদ্দেশ্যে করে বলেন, ‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে। আপনারা ইচ্ছা মতো প্রচারণা চালাতে পারছেন। কেউ যদি নির্বাচনে প্রচারণা না চালিয়ে ইভিএম নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করেন আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমরা স্বচ্ছতায় বিশ্বাস করি। আপনারা ভোটে দাঁড়িয়েছেন, ভোটারাও ভোট দিতে আসবে। ইভিএম সম্পর্কে আপনাদের ধারণা দিতে হবে। তাহলে নির্বাচন সফল হবে।’

রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল আহসান হাবিব খান, নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম, রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ, রাজশাহী রেঞ্জের উপ-মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) আব্দুল বাতেন, পুলিশ কমিশনার আনিসুর রহমান ও পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।



ডেল্টা টাইমস্/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com