আখাউড়া স্থলবন্দরে যাত্রী পারাপার বন্ধ
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার কার্যক্রম বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ হাসান আহমেদ ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল থেকে যাত্রী পারাপার বন্ধ রয়েছে। ইনচার্জ হাসান আহমেদ ভূঁইয়া জানান, বৃহস্পতিবার সকালে ইমিগ্রেশন সার্ভার ডাউন হয়ে যায়। এর ফলে যাত্রীদের আগমন ও বহির্গমন তথ্য সংরক্ষণ করা যাচ্ছে না। বাংলাদেশ থেকে ভারতগামী যাত্রীরা ইমিগ্রেশন করতে না পাড়ায় ওইপাড়ে যেতে পারছেন না। তিনি আরও জানান, ভারতের আগরতলায় স্থলবন্দরে ইমিগ্রেশন শেষে বাংলাদেশে আসলেও, আখাউড়া বন্দরে ইমিগ্রেশন করতে না পাড়ায় যাত্রীরা আটকরা পড়েছেন। এ অবস্থায় যাত্রী পারাপার কার্যক্রম সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। সার্ভার ঠিক না হওয়া পর্যন্ত, বিকল্প উপায়ে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা চলছে। ডেল্টা টাইমস্/সিআর/এমই
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |