ঈদযাত্রায় বাসের আগাম টিকিট ১৩ জুন থেকে
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
আগামী মঙ্গলবার (১৩ জুন) থেকে ঈদুল আজহা উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। ওই দিন সকাল থেকেই পাওয়া যাবে বাসের অগ্রিম টিকিট। বাংলাদেশের বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক এবং শ্যামলী এন আর ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক শুভঙ্কর ঘোষ রাকেশ অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্তের বিষয়টি জানিয়েছেন। শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, ‘বাস কোম্পানিগুলো আগামী ১৩ জুন থেকে একযোগে ঈদের অগ্রিম টিকিট দেয়া শুরু করবে। ওই দিন সকাল থেকেই সংশ্লিষ্ট বাসের কাউন্টারে টিকিট পাবেন যাত্রীরা। ওই দিন থেকে অনলাইনেও বাসের অগ্রিম টিকিট পাওয়া যাবে বলে এসময় জানান তিনি। তিনি আরও বলেন, ‘এবার যেহেতু কোরবানির ঈদ। রাস্তার উভয় পাশেই গাড়ির চাপ থাকতে পারে। ঘরমুখী যাত্রী নিয়ে গাড়ি যেমন ঢাকা থেকে বের হবে, একইভাবে কোরবানির পশুর ট্রাকও ঢাকায় প্রবেশ করবে। ফলে এবারের ঈদে সড়কে চাপ বাড়তে পারে। ‘তবে সব হিসাব-নিকাশ করেই আমরা গাড়ির অগ্রিম টিকিট বিক্রি করব। যাতে সময়মত গাড়িগুলো ছেড়ে যেতে পারে।’ টিকিট কালোবাজারি রোধের বিষয়ে তিনি বলেন, ‘যাত্রীরা যাতে বাসের অগ্রিম টিকিট সুশৃঙ্খলভাবে কাউন্টার থেকে কিনতে পারেন, সে জন্য বাস মালিকদের পক্ষ থেকে মনিটরিং টিম কাজ করবে। তবে বাসের কোনো টিকিট কালোবাজারি হবে না। কারণ, বাস মালিকদের মনিটরিং টিমের সাথে পুলিশ প্রশাসনও কাজ করবে।’ এ ছাড়া প্রশাসনের গোয়েন্দা নজরদারির মাধ্যমেও টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি রোধ করা হবে বলে জানান শুভঙ্কর ঘোষ। ঈদযাত্রায় অতিরিক্ত বাস ভাড়া আদায়ের বিষয়ে তিনি বলেন, ‘বিআরটিএর নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেয়া হবে। ভাড়ার তালিকার বাইরে বাড়তি ভাড়া নেয়া যাবে না। সব বাস মালিকদের সেই নির্দেশনা দেয়া হয়েছে।’ ডেল্টা টাইমস্/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |