নকলায় বজ্রপাতে নিহত ২
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
শেরপুরের নকলায় পৃথক স্থানে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ জুন) দুপুরে নকলা উপজেলার নারায়নখোলা ইউনিয়ন ও গণপদ্দী ইউনিয়নে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তিরা হলেন- শফিকুল ইসলামের ছেলে সাব্বির (১৭) ও আতশ আলীর ছেলে শিপন (৩৫)। স্থায়ী সূত্রে জানা যায়, বাড়ির পাশের স্কুল মাঠে ফুটবল খেলতে যান সাব্বির। এ সময় বজ্রপাত হলে সাব্বির গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে বাড়ি নেয়ার পথে সে মারা যায়। অপরদিকে শিপন বাড়ি যাওয়ার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। নকলা থানার উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব মোহন্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় থানায় পৃথক ইউডি মামলার প্রক্রিয়া চলছে।’ ডেল্টা টাইমস্/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |