ট্রেনের ধাক্কায় ৩ পথশিশু নিহত
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
রাজধানী মহাখালীতে ট্রেনের ধাক্কায় তিন পথশিশুর মৃত্যু হয়েছে। তাদের বয়স ১১ থেকে ১৫ বছরের মধ্যে। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ঢাকা রেলওয়ে পুলিশ। নিহতদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কারো নাম পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি রেলওয়ে পুলিশ। রেলওয়ে পুলিশের ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন এক প্রত্যক্ষদর্শীর বরাতে বলেন, মহাখালীতে রেললাইনের মধ্য দিয়ে গলায় ধরে হাঁটছিল তিন পথশিশু। পেছন থেকে কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেন আসছিল। কয়েক গজ দূরত্বে থাকা জনৈক ওই প্রত্যক্ষদর্শী অনেক চিৎকার করে তিন শিশুর দৃষ্টি আকর্ষণ করেছিলেন। কিন্তু তারা শুনতে পায়নি। ট্রেনের ধাক্কায় তারা ছিটকে পড়ে। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন শিশুর মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। তিনি বলেন, আমরা স্থানীয়দেরকে ওই তিন শিশুর ছবি দেখিয়েছি। কিন্তু কেউই তাদের নাম-পরিচয় শনাক্ত করতে পারেননি। তাদের নাম-পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। ডেল্টা টাইমস্/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |