মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ক্রিকেট খেললেন সাকিব
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
বাংলাদেশের ক্রিকেটের ‘পোস্টার বয়’ সাকিব আল হাসান। দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে পরিচিতি এনে দিয়েছেন এই অলরাউন্ডার। বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। সোমবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সপরিবারে সাক্ষাৎ করেন সাকিব আল হাসান। এ সময় সাকিবের সঙ্গে তার স্ত্রী উম্মে আহমেদ শিশির ও তিন সন্তানও ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির লিখেছেন, 'বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করার সময়টা দারুণ ছিল! ক্রিকেট এবং বেসবল খেলে দুপুরটা ভালোই কেটেছে। রাষ্ট্রদূতের সঙ্গে সাকিবের চ্যালেঞ্জ অবশ্যই দেখার মতো ছিল। আমাদের আতিথেয়তা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ!' এদিকে নিউজিল্যান্ড সিরিজ থেকে বিশ্রামে আছেন সাকিব। তাই আপাতত পরিবারকে নিয়েই সময় পার করছেন তিনি। তবে দিনব কয়েকের মধ্যেই বিশ্বকাপ খেলতে দলের সঙ্গে ভারতের বিমান ধরবেন বাংলাদেশ অধিনায়ক। ডেল্টা টাইমস্/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |