বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ১৫ অগ্রহায়ণ ১৪৩০

টাঙ্গাইলে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সংবাদ সম্মেলন
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ৬:১৬ পিএম | অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সংবাদ সম্মেলন

পেশাভিত্তিক মন্ত্রণালয়সহ পাঁচ দফা দাবিতে টাঙ্গাইলে সংবাদ সম্মেলন করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। 

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের মিলনায়তনে  সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি ময়মনসিংহ অঞ্চলের যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক।

লিখিত বক্তব্যে তিনি বলেন, শিক্ষার মতো গুরুত্বপূর্ণ সেক্টরে ৪র্থ গ্রেডের উপরে কোন পদ নেই। অন্য ক্যাডার কর্মকর্তারা ৫ম গ্রেড থেকে তৃতীয় গ্রেডে পদোন্নতি পান। কিন্ত শিক্ষা ক্যাডার সর্বোচ্চ পদ অধ্যাপক পদটি চতুর্থ গ্রেড হওয়ায় শিক্ষা ক্যাডারের পঞ্চম গ্রেড থেকে তৃতীয় গ্রেডে পদোন্নতির সুযোগ নেই। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষা ক্যাডারের তফসিলভূক্ত ৫১২টি পদ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা দ্বারা পূরণ করতে হবে। অধ্যাপক পদটি ৩য় গ্রেডে উন্নীতকরণ করা। শিক্ষা ক্যাডারের জন্য প্রস্তাবিত ১২৪৪৪টি পদ সৃজন ও দ্রুত বাস্তবায়ন করতে হবে। পূর্বগড় বেতনে অর্জিত ছুটি প্রদানের ব্যবস্থা গ্রহণ করা। জেলা ও উপজেলায় উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কার্যক্রম নিয়ন্ত্রণের জন্য মাউশি এর অধীনে শিক্ষা ক্যাডার নিয়ন্ত্রিত শিক্ষা প্রশাসন প্রতিষ্ঠা করতে হবে। আমাদের এ দাবিগুলো মানতে হবে। অবিলম্বে দাবি মানা না হলে আগামী ১০, ১১ ও ১২ অক্টোবর টানা তিনদিন সারাদেশের সরকারি কলেজ, সরকারি মাদ্রাসাসহ সকল দপ্তর ও অধিদপ্তরে কর্মরত শিক্ষা ক্যাডার কর্মকর্তারা কর্মবিরতি পালন করবে।
সংবাদ সম্মেলনে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী, সরকারি সা’দত কলেজের অধ্যক্ষ প্রফেসর সুব্রত নন্দী, এমএম আলী কলেজের অধ্যক্ষ শহীদুজ্জামান মিয়া, সরকারি কুমুদিনী কলেজের অধ্যক্ষ বদরুল আলম, শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের অধ্যক্ষ তাহমিনা জাহানসহ জেলার সকল সরকারি কলেজের অধ্যক্ষবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ডেল্টা টাইমস/হাসান  সিকদার/সিআর



২৬-০৯-২৩

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com