মালদ্বীপে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
মালদ্বীপ প্রতিনিধি :
|
![]() মালদ্বীপে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা সাড়ে দশটায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে কসিদায়ে বুড়দা পাঠ করেন প্রবাসী বাংলাদেশি মাওলানা মোমিন উল্লাহ। দূতাবাসে আয়োজিত এই অনুষ্ঠানে শ্রম কাউন্সেলর মো. সোহেল পারভেজ সহ দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারি উপস্থিত ছিলেন।এছাড়াও মালদ্বীপ আওয়ামিলীগের সভাপতি দুলাল মাতবর, সহ সভাপতি মনির হোসেন, এনবিএল মানি ট্রান্সপারে প্রাইভেট লিমিটেড এর লোকাল ডিরেক্টর হান্নান খান কবির ও সিও মাসুদুর রহমা, আনোয়ার হোসেন রাজু সহ মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। এর আগে প্রবাসীদের উপস্থিতিতে রাতে মাভিয়া মাগু মসজিদে কারী মো. আবদুল আজিজ আল আবেদীর নেতৃত্বে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) এর দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে অতিথিদের আপ্যায়নের মধ্য দিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের সমাপ্তি ঘটে। ডেল্টা টাইমস/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |