কন্যা সন্তানের বাবা হলেন লিটন দাস
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
কন্যা সন্তানের বাবা হয়েছেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস। বৃহস্পতিবার (১৬ নভেম্বর)ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন লিটন নিজেই। ফেসবুকে লিটন লেখেন, সকাল ৯.২৭ মিনিটে আমাদের ছোট রাজকন্যার আগমন হয়েছে। মা এবং শিশু সুস্থ আছে। আমাদের জন্য দোয়া করবেন। এর আগে স্ত্রীর পাশে থাকতে জাতীয় দলের আসন্ন সিরিজ থেকে লিটন ছুটি চান বলে জানা গিয়েছিল। নিউজিল্যান্ডের সঙ্গে আগামী ২১ নভেম্বর থেকে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। যেখানে সাকিব আল হাসান না থাকায় টেস্ট সিরিজে অধিনায়কের দায়িত্ব পেতে যাচ্ছিলেন লিটনই। এরপরই শোনা যায় তার ছুটি চাওয়ার কথা। বিশ্বকাপে ব্যর্থতার জন্য রীতিমতো কাঠগড়ায় এখন বাংলাদেশ ক্রিকেট দল। সেই হতাশা ভুলে কিউই সিরিজ দিয়ে নতুন করে শুরু করে চায় লিটনরা। তার জন্যনিউজিল্যান্ডের বিপক্ষে দল গোছানো নিয়ে তোড়জোড় চলছে। এর আগে কাঁধের ইনজুরির কারণে এই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন পেসার তাসকিন আহমেদ। বিশ্বকাপ শেষে এবার বিশ্রামে থাকবেন টাইগার এই পেসার। মূলত মাসেল টিয়ারের সমস্যায় ভুগছেন তাসকিন। তাই ঝুঁকি না নিতেই আসন্ন টেস্ট সিরিজে বিশ্রাম নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এছাড়া দলে নেই চোটে থাকা এবাদত হোসাইন ও নিয়মিত অধিনায়ক সাকিব। ডেল্টা টাইমস্/সিআর/এমই
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |