মঙ্গলবার ৮ অক্টোবর ২০২৪ ২৩ আশ্বিন ১৪৩১

ভোলায় মিধিলির তান্ডবে বিধ্বস্ত দুই শতাধিক ঘর, নিখোঁজ ১
ভোলা প্রতিনিধি :
প্রকাশ: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩, ১১:২৫ এএম | অনলাইন সংস্করণ

ভোলায় মিধিলির তান্ডবে বিধ্বস্ত দুই শতাধিক ঘর, নিখোঁজ ১

ভোলায় মিধিলির তান্ডবে বিধ্বস্ত দুই শতাধিক ঘর, নিখোঁজ ১

ভোলায় মিধিলির প্রভাবে সৃষ্ট ঝড়ের তান্ডবে দুই শতাধিক কাঁচাঘর সম্পূর্ণ ও আংশিক বিধ্বস্ত হয়েছে। ৭ উপজেলায় পাকা আমন ধান, শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। দুই উপজেলায় তিনটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন। 

শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে ভোলার তজুমদ্দিন ও মনপুরা উপজেলার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ জেলের নাম বাদশা মিয়া (৪৫)। 

নিখোঁজ জেলেকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা হারুন অর রশিদ। 

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া তিন জেলে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। জেলার ৭ উপজেলায় ১ লাখ ৭৫ হাজার ৯৩৬ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। এতে ৫০ ভাগ ধান পেকেছে, ২০ ভাগ দান কাটা হয়েছে।  বাকী কাচ-পাকা আমন ধান, শীতকালীন সবজির পানির নিচে তলিয়ে রয়েছে। পানি শুকিয়ে গেলে ক্ষতির পরিমান বুঝা যাবে। তবে সবজি সম্পূর্ণ ক্ষতি হয়েছে বলে কৃষকেরা জানান।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক জানান, ঝড়ের কবলে পড়ে ঢালচর এলাকায় ১৯টি কাঁচাঘর সম্পপূর্ণ বিধ্বস্ত হয়েছে। এছাড়াও বিভিন্ন ইউনিয়নে আরও ২০০ ঘর আংশিক বিধ্বস্ত হয়েছে। সদরের পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়ন ও বিচ্ছিন্ন চরের বিভিন্ন এলাকায় কাচা ঘর বিধবস্ত হয়েছে। ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন, ঝড়ে কিছু কিছু স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে, সেগুলোর তালিকা তৈরি করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে। এদিকে শঙ্কা কেটে যাওয়ার পর স্বাভাবিক হতে শুরু করেছে ভোলার উপকূল।



ডেল্টা টাইমস/মিজানুর রহমান/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com