রাজধানীতে প্রশিকার পরিচ্ছন্ন কর্মসূচি শুরু
নিজস্ব প্রতিবেদক:
|
ঢাকা মহানগরীতে পরিচ্ছন্ন কার্যক্রম শুরু করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকা। রাজধানীর মিরপুরে পল্লবীর ৬ নং সেকশন কাঁচাবাজারে এই পরিচ্ছন্ন কার্যক্রম রোববার (১৯ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন পর্যায়ক্রমে রাজধানীর বিভিন্ন এলাকায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের গ্রিন সিটি-ক্লিন সিটি কর্মসূচির আওতায় সিটি করপোরশেনের সহযোগিতায় এই পরিচ্ছন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচির সার্বিক সহযোগিতা করবে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের কার্যলয়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের অধীন ৬ নং সেকশন কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন করেন প্রশিকার চেয়ারম্যান কবি রোকেয়া ইসলাম। বক্তব্য রাখেন প্রশিকার উপপ্রধান নির্বাহী কামরুল হাসান কামাল ও আব্দুল হাকিমসহ উপকারভোগী ব্যবসায়ী ও স্থানীয় নেতৃবৃন্দ। স্থানয়ি কাউন্সিলর ও বাজার কমিটিরি সভাপতি ও সাধারণ সম্পাদক অন্য একটি অনুষ্ঠানে অংশ নেওয়ায় তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরিচ্ছন নগরী বা শহর গড়ে তোলার জন্য সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রশিকার চেয়ারম্যান রোকেয়া ইসলাম বলেন, প্রশিকার সকল কর্মসূচি হবে জনগণের অংশগ্রহণ কেন্দ্রিক। শহরকে পরিচ্ছন্ন রাখতে এবং বর্জ্যকে সম্পদে পরিনথ করতে প্রয়োজন নগরবাসীর সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ। পরিবেশ রক্ষায় সচেতন হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য নগরী রেখে যাওয়া সম্ভব। প্রশিকার উপপ্রধান নির্বাহী কামরুল হাসান কামাল বলেন, প্রশিকা বিশ্বাস করে মানুষের মধ্যে পরিবর্তন আনতে হবে। তাই বাস্তবায়নযোগ্য ছোট পদক্ষেপ গ্রহণের মাধ্যমে প্রশিকা গ্রিন সিটি-ক্লিন সিটি কর্মসূচি বা পরিচ্ছন্ন সবুজ নগর কর্মসূচি হাতে নিয়েছে। আজ এই কাঁচাবাজারে কার্যক্রম শুরু হলো। পর্যায়ক্রমে মহানগরীর বিভিন্ন এলাকায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সচেতনতামূলক ম্লোগান লেখা প্লাকার্ড নিয়ে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বাজারের চারিদিক প্রদক্ষিণ করে। এসময় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় জনসাধারণের মাঝে। এছাড়া বাজারের বর্জ্য রাখার জন্য আটটি বড় প্লাস্টিকের ড্রাম বাজার কমিটির নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করা হয়। এরমধ্যে হলুদ রং দেওয়া চারটি ড্রামে অপচনশীল বর্জ্য ও চারটি সবুজ ড্রামে পচনশীল বর্জ্য রাখার জন্য। ডেল্টা টাইমস্/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |