এবার গ্র্যামি অ্যাওয়ার্ডে নারী শিল্পীদের জয়জয়কার
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
২৪তম লাতিন গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসরে এবার চমকে দিয়েছেন নারী শিল্পীরা। শাকিরা, ক্যারল জি, লরা পাউসিনি, মেরিলিয়া মেনডোনকা থেকে শুরু করে নবাগত শিল্পী জোয়াকুইনা কেউই এবারের আসর থেকে শূন্য হাতে ফেরেননি। তাদের কেউ কেউ আবার বিভিন্ন শাখায় জিতেছেন একাধিক পুরস্কার। বৃহস্পতিবার স্পেনের সেভিয়ার এফআইবিইএস সম্মেলন ও প্রদর্শনী কেন্দ্রে রাতটা তাই অন্যরূপে ধরা দিয়েছিল উপস্থিত দর্শকের কাছে। শুধু পুরস্কার বিতরণেই চমক ছিল না, একই সঙ্গে ছিল শিল্পী ও সংগীতায়োজকদের ভিন্নধর্মী পরিবেশনা। সব মিলিয়ে সেভিলের এফবিইএস সম্মেলন ও প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত ‘লাতিন গ্র্যামি অ্যাওয়ার্ডস ২০২৩’ মনোমুগ্ধকর ছিল– সেকথা স্বীকার করেছেন অনেকেই। সাম্প্রতিক সময়ে বিশ্বনন্দিত কণ্ঠশিল্পী শাকিরা গানের চেয়ে ব্যক্তি জীবনের নানা ঘটনা নিয়ে বেশি আলোচনায় ছিলেন। দুঃসময়ের ঝড়-ঝাপটা কাটিয়ে তিনি যে স্বরূপে ফিরেছেন। আবারও নতুন করে জয় করে করে চলেছেন শ্রোতার হৃদয়– সে কথার প্রমাণ মিলল ‘লাতিন গ্র্যামি অ্যাওয়ার্ডস ২০২৩’-এর আসরে। সবাইকে চমকে দিয়ে এই শিল্পী তাঁর ঝুঁলিতে তুলে নিয়েছেন একসঙ্গে তিনটি পুরস্কার। আর্জেন্টাইন ডিজে বিজারাপের সঙ্গে শাকিরার গাওয়া যৌথ গান ‘শাকিরা: বিজার্যাপ মিউজিক সেশনস, ভলিউম– ফিফটি থ্রি’-এর জন্য তিনি পেয়েছেন বর্ষসেরা গান ও বর্ষসেরা পপ গানের পুরস্কার। পাশাপাশি ‘টিকিউজি’ গানের জন্য শিল্পী পেয়েছেন সেরা আরবান ও ফিউশন পারফরম্যান্সের স্বীকৃতি। এবার গ্র্যামি অ্যাওয়ার্ডে নারী শিল্পীদের জয়জয়কার প্রথম পুরস্কার দুটি শাকিরা উৎসর্গ করেছেন তাঁর দুই সন্তান মিলান ও সাশাকে। আরবার ও ফিউশন পারফরমেন্স শাখায় শাকিরার পাশাপাশি পুরস্কৃত হয়েছেন আরেক কলাম্বিয়ান সংগীত তারকা ক্যারল জি। এর বাইরেও আরও দুটি পুরস্কার উঠেছে এ শিল্পীর ঝুলিতে। ‘মরিয়ানা সেরা বানিতো’ অ্যালবামের জন্য বর্ষসেরা অ্যালবাম এবং বর্ষসেরা আরবান অ্যালবামের স্বীকৃতি পেয়েছেন তিনি। এদিকে বর্ষসেরা সংগীত ব্যক্তিত্বের পুরস্কার হাতে উঠেছে লরা পাউসিনির হাতে। শিল্পী নাটালিয়া লাফোরকে ‘ডি টুডাস লাস ফ্লোরেস’–গানের জন্য বর্ষসেরা রেকর্ড শাখার জন্য পুরস্কার নেওয়া ছাড়াও পাশাপাশি একাধিকবার মঞ্চে উঠতে হয়। কারণ, একটাই তার হাতে আরও দুইবার তুলে দেওয়া হয়েছে বিভিন্ন শাখায় জয় করা পুরস্কার। নবাগত শিল্পীর নাম ঘোষণাতেও ছিল চমক। সেখানেও নারীর জয়ধ্বনি শুনতে হয়েছে। কেননা এ বছর সেরা নবাগত শিল্পীর স্বীকৃতি দেওয়া হয়েছে তরুণ শিল্পী জোয়াকুইনাকে। যিনি এরই মধ্যে আভাস দিয়েছেন, লাতিন সংগীতের আগামী দিনগুলোয় রাজত্ব করতে প্রস্তুত তিনি। জোয়াকুইনা ছাড়াও মেরিলিয়া মেনডোনকা, গ্যাবি আমারান্টোস, নিনা পাস্তরি, ওমেরা পর্তুন্দো, জেনিয়া ফ্রাঙ্ক, জুলিয়েটা ভিনেগাসের মতো তারকারা ‘প্রচলিত পপ গানের শিল্পী’, ‘প্রচলিত পর্তুগিজ ভাষার অ্যালবাম’,‘প্রচলিত ট্রপিক্যাল অ্যালবাম’, ‘কণ্ঠ-গীতিকবিতা অ্যালবাম’, ‘ফ্ল্যামেনকো অ্যালবাম’, ‘ব্রাজিলিয়ান শিকড় অ্যালবাম’, ‘সেরতানেজা সংগীত’সহ বিভিন্ন শাখায় জয় করেছেন ‘লাতিন গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৩’। তাদের বাইরেও আজীবন সম্মাননাসহ আরও বেশ কিছু শাখায় পুরস্কার দেওয়া হয়েছে। তবে স্বীকৃতির সিংহভাগই ছিল নারী শিল্পী ও সংগীতায়োজকদের দখলে। ডেল্টা টাইমস্/সিআর/এমই
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |