বিএনপি নেতা সারোয়ারের মুক্তিতে বাধা নেই
ডেল্টা টাইমস ডেস্ক:
|
নাশকতার মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব ও বরিশাল সিটির সাবেক মেয়র মজিবুর রহমান সারোয়ারের জামিন বহাল। আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) তার মুক্তিতে বাধা নেই বলে রায় দিয়েছে চেম্বার আদালত।
এর আগে গত সোমবার সারোয়ারের জামিন মঞ্জুর করেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চ। উল্লেখ্য, ২৮ অক্টোবরের ঘটনায় বরিশালের সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ারকে ১ নভেম্বর পল্টন থানায় দায়ের করা নাশকতার মামলায় ৩ নভেম্বর মোহাম্মদপুরের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। ডেল্টা টাইমস/সিআর/জেএইচ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |