২৬ ডিসেম্বর : ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা
ডেল্টা টাইমস ডেস্ক:
|
আজ ২৬ ডিসেম্বর ২০২৩, মঙ্গলবার, ১২ জমাদিউস সানি ১৪৪৫, ১১ পৌষ, ১৪৩০। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-
ইতিহাসের পাতায় আজকের দিনটি: ঘটনাবলি: ১৮০৫ - ফ্রান্স ও অস্ট্রিয়া শান্তিচুক্তি করে। ১৮৯৮ - পিয়ের ও মারি কুরি রেডিয়াম আবিষ্কার করেন। ১৯১৬ - জোসেফ জোফ্রে ফ্রান্সের প্রথম মার্শাল হন। ১৯১৬ - ছে ইউয়েন পেই পেইচিং বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৪৯ - বিজ্ঞানী আলবার্ট আইস্টাইন মাধ্যাকর্ষণের নতুন সাধারণকৃত তত্ত্ব উদ্ভাবন করেন। ১৯৬২ - বাংলাদেশের জাতীয় মসজিদ ঢাকার বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজ আদায়ের মাধ্যমে প্রথম নামাজ পড়া শুরু হয়। ১৯৭৮ - চীনের দক্ষিণাংশের বড় রেলপথ জিলিও রেলপথ আনুষ্ঠানিকভাবে চালু হয়। ১৯৭৯ - সাবেক সোভিয়েত ইউনিয়নের রেড আর্মি আফগানিস্তান দখল করে একটি স্বাধীন দেশের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি সামরিক অভিযান শুরু করে। ১৯৮৩ - ফ্রান্সের ডুবুরি সাগরের ৪৫০০ মিটার নিচে অবগাহন করে নতুন বিশ্বের রেকর্ড সৃষ্টি করেন। জন্ম: ১১৯৪ - জার্মানির সম্রাট দ্বিতীয় ফ্রেডরিক জন্মগ্রহণ করেন। ১৭৯১ - ব্রিটিশ গণিতজ্ঞ ও কম্পিউটারের উদ্ভাবক চার্লস ব্যাবেজ জন্মগ্রহণ করেন। ১৮৮৭ - সমাজতাত্ত্বিক বিনয় কুমার সরকারের জন্ম। ১৮৯৩ - কমিউনিস্ট চীনের নেতা ও প্রতিষ্ঠাতা মাও সেতুং জন্মগ্রহণ করেন। ১৯৩৮ - চলচ্চিত্র নির্মাতা আলমগীর কবির জন্মগ্রহণ করেন। মৃত্যু: ১৬২৪ - জ্যোতির্বিজ্ঞানী সাইমন মারিয়াস মৃত্যুবরণ করেন। ১৮৩১ - সাহিত্যিক, নাট্যকার ও সমাজসংস্কারক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও মৃত্যুবরণ করেন। ১৮৬২ - জাপানি চিত্রশিল্পী কাকুজো ওকাকুরার মৃত্যু। ১৯৩২ - চীনের গানসুতে ভূমিকম্পে ৭০ হাজার লোক মৃত্যুবরণ করেন। ১৯৪৩ - কবি মানকুমারী বসুর মৃত্যু। ১৯৫০ - আইরিশ কবি ও ঔপন্যাসিক জেমস স্টিফেনসন মৃত্যুবরণ করেন। ১৯৭২ - মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৩তম রাষ্ট্রপতি হ্যারি এস ট্রুম্যান মৃত্যুবরণ করেন। ১৯৮৭ - কথাসাহিত্যিক মনোজ বসু মৃত্যুবরণ করেন। ১৯৯২ - মার্কিন কম্পিউটার পুরোধা ডন কেমেনির মৃত্যু। ডেল্টা টাইমস/সিআর/জেএইচ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |