আড্ডা দিয়েই নেইমারের আয় কোটি টাকা!
ডেল্টা টাইমস ডেস্ক :
প্রকাশ: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, ১০:৩৯ এএম

আড্ডা দিয়েই নেইমারের আয় কোটি টাকা!

আড্ডা দিয়েই নেইমারের আয় কোটি টাকা!

ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে। তবে মাঠে থাকুন বা না থাকুন -কত বিচিত্র কারণেই খবরের শিরোনাম হয়ে থাকেন সেলেসাও স্ট্রাইকার। এবারও হয়েছে তাই। মাঠের বাইরে বন্ধুদের নিয়ে আমোদে মেতে থেকেই ফের এসেছেন আলোচনায়।

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে গিয়ে চোটে পড়ে মাঠের বাইরে ছিটকে গেছেন নেইমার। এরপর থেকেই আছেন পুনর্বাসন প্রক্রিয়ার মাঝে। তবে চোট কখনোই তাকে আমোদ-ফূর্তি থেকে দূরে রাখতে পারেনি। এবারও হয়েছে তাই। বড়দিন উদযাপনের পরই তিনি বেরিয়ে পড়েছেন।

এবার অবশ্য শুধু আমোদের খাতিরে নয়, এর সঙ্গে আছে ব্যবসায়িক স্বার্থও। নতুন ব্যবসায় নাম লিখিয়েছেন নেইমার, সেটি হল সমুদ্র ভ্রমণ পরিষেবা যার নাম ‘নেই এম আলতো মার’। বড়দিনের পর নিজের এমএসসি প্রেজিওসা মডেলের ৩৩৩ মিটার দীর্ঘ প্রমোদতরি নিয়ে নৌবিহারে বেরিয়ে পড়েন নেইমার। ৩ দিনের এই ভ্রমণে নেইমারের সঙ্গে আমন্ত্রিত ছিলেন দেশটির জনপ্রিয় ডিজে, কৌতুক অভিনেতা এবং সংগীতশিল্পীও।


নেইমারের সঙ্গে এই ভ্রমণে যাওয়ার জন্য যাত্রীদের কাছ থেকে নেয়া হয়েছে ৫ হাজার ৩৬৬ থেকে ৩২ হাজার ২০০ ব্রাজিলিয়ান রিয়াল। বিলাসবহুল এ যাত্রায় ব্রাজিলিয়ান তারকার সঙ্গে আমোদ-ফূর্তিতে মেতে থাকার সুযোগ পেয়েছেন যাত্রীরা। ইতিমধ্যেই সেলেসাও তারকার এই যাত্রার বেশ কিছু ছবি-ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।

এদিকে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, তিন দিনের এই ভ্রমণে যাত্রীভাড়া বাবদ নেইমারের আয় হতে পারে ২ কোটি ব্রাজিলিয়ান রিয়াল। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৫ কোটি ২৮ লাখ টাকা।

এদিকে নেইমার আমোদ-ফূর্তিতে মেতে থাকলেও তার ভক্ত-সমর্থকরা খুশি হতে পারছেন না। কেননা, চোটের কারণে আসন্ন কোপা আমেরিকাতে খেলতে পারবেন না তিনি।



ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com