জাবিতে 'সি-১ ও সি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
জাবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:২৬ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার 'সি-১ ও সি' ইউনিটের ভর্তি পরীক্ষা মোট ছয়টি শিফটে অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনে 'সি-১' ইউনিটে ৩২টি ছাত্র এবং ৩২টি ছাত্রীদের আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছিলো ছাত্র ১ হাজার ৮৯৫ জন এবং ছাত্রী ২ হাজার ৩৩৪ জন। 'সি' ইউনিটে আসন সংখ্যা ছাত্রদের ১৯৪টি এবং ছাত্রীদের ১৯৪টি। এর বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছাত্র ১৮ হাজার ৬৬ জন এবং ছাত্রী ২১ হাজার ৭৭৯ জন।

সকালে উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম পুরাতন কলা ভবন ও বিজনেস স্টাডিজ অনুষদে ভর্তি পরীক্ষা পরিদর্শন করেন। পরীক্ষা পরিদর্শন শেষে উপাচার্য বলেন, ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের নির্বিঘ্নে চলাচলের জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্থায়ী ও ভ্রাম্যমাণ দোকান বসতে দেওয়া হয় নি। অনুমোদনবিহীন রিকশা ও অটোরিকসা বন্ধ করা হয়েছে। এতে সকলেই স্বচ্ছন্দে চলাফেরা করতে পারছে। প্রক্টর অফিস, বিএনসিসি, রোভার স্কাউট, পুলিশ এবং আনসার নিরাপত্তার কাজে ভালোভাবে দায়িত্ব পালন করায় শান্তিপূর্ণভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। উপাচার্য এ অবস্থা বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সকলের অব্যাহত সহযোগিতা কামনা করেন।

এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মোঃ মনজুরুল হক, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক নীলাঞ্জন কুমার সাহা, রেজিস্ট্রার মোঃ আবু হাসান, প্রক্টর আ. স. ম. ফিরোজ-উল-হাসান প্রমুখ উপাচার্যের সঙ্গে ছিলেন।

উল্লেখ্য, আগামী ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার এবং ২৮ ফেব্রুয়ারি বুধবার 'ডি' ইউনিট (জীববিজ্ঞান অনুষদ)-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং ফলাফল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত ওয়েবসাইট ju-admission.org এ পাওয়া যাবে।


ডেল্টা টাইমস/আয়েশা সিদ্দিকা/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com