গোলকিপারের ভয়ঙ্কর ভুলের মাশুল দিয়ে মেসিদের বিদায়
ডেল্টা টাইমস ডেস্ক :
|
কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে মন্টেরির মাঠে নেমেছিল ইন্টার মায়ামি। স্বাগতিকদের দারুণ দুটি প্রচেষ্টা নস্যাৎ করে নায়ক হতে বসেছিলেন গোলকিপার ড্রেক ক্যালেন্ডার। এরপরই করে বসলেন মারাত্মক ভুল, যার মাশুল দিতে হলো বিপর্যয়কর হারে। দ্বিতীয় লেগে ৩-১ গোলে হেরেছে লিওনেল মেসির মায়ামি। দুই লেগে ৫-২ গোলের অগ্রগামিতায় সেমিফাইনালে উঠে গেলো মন্টেরি। ৩০তম মিনিটে নিজের বক্সে বল পায়ে পান ক্যালেন্ডার। বল পাস দিতে চেয়েছিলেন বক্সের বাইরে থাকা সার্জিও বুশকেটসকে। কিন্তু তাতে গতি ছিল না, বরং বক্সের মধ্যে কয়েক গজ দূরে থাকা ব্র্যান্ডন ভাজকেসের পায়ে বল পড়ে। মন্টেরি স্ট্রাইকার মায়ামি গোলকিপারকে পরাস্ত করেন সহজেই। এরপর আর ছন্দে ফিরতে পারেনি মায়ামি। জার্মান বারতেরামে ৫৭ মিনিটে লক্ষ্যভেদী শটে ২-০ গোলে তাদের পেছনে ফেলে। সাত মিনিট পর গালারদোর গোল মায়ামিকে পুরোপুরি ছিটকে দেয়। খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে মেসির ফ্রি কিক থেকে হেড করে গোমেজ সান্ত্বনাসূচক গোল করেন। কিন্তু লাভ হয়নি। বিদায় নিতে হয়েছে মায়ামিখে। ডেল্টা টাইমস/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |