শুক্রবার ৪ অক্টোবর ২০২৪ ১৯ আশ্বিন ১৪৩১

বিশ্বের প্রভাবশালীদের তালিকায় আলিয়া ভাট
বিনোদন ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ১:২৪ পিএম | অনলাইন সংস্করণ

আলিয়া ভাট

আলিয়া ভাট

বলিউডের সেরা নায়িকাদের একজন আলিয়া ভাট। এরইমধ্যে হলিউডে নিজের অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন তিনি। এবার তার মুকুটে যোগ হলো আরও একটি পালক। বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় নাম উঠেছে তার। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সম্প্রতি টাইমস ম্যাগাজিন ২০২৪ সালের বিশ্বের ১০০ প্রভবাবশালীর তালিকা প্রকাশ করেছে। সে তালিকায় উঠে এসেছে আলিয়ার নাম। ভারতীয় বংশোদ্ভূত দেব প্যাটেলের নামও রয়েছে টাইমস-এর বিশ্বের একশো প্রভাবশালীর তালিকায়।
আলিয়া ভাট

আলিয়া ভাট


চলতি বছর বলিউড থেকে একমাত্র তার নাম রয়েছে এই তালিকায়। ব্রিটিশ লেখক তথা পরিচালক টম হার্পার কাপুরবধূর প্রশংসা করে লিখেছেন, “‘হার্ট অফ স্টোন’-এর সুবাদে আলিয়ার সঙ্গে পরিচয়। ওটাই ওর ইংরেজি সিনেমায় হাতেখড়ি। জনপ্রিয় হওয়া সত্ত্বেও মাটিতে পা রেখে চলা একজম মজার মানুষ। ওর কাজের একটা ধরণ রয়েছে। ভীষণ মনোযোগী। চরিত্রের প্রয়োজনে যে কোনোরকম ঝুঁকি নিতে কুণ্ঠাবোধ করেন না আলিয়া। ও প্রকৃত অর্থে আন্তর্জাতিক মানের তারকা।”

তবে আলিয়ার জন্য এ সম্মান নতুন কিছু নয়। গত বছর জনপ্রিয় ম্যাগাজিন ভ্যারাইটি বিশ্বের প্রভাবশালী নারীর একটি তালিকা প্রকাশ করে। সে তালিকায় ছিল আলিয়ার নাম। মিলি অ্যালকুক, এমিলি ক্য়ারির মতো হলিউড তারকাদের পাশে শোভা পেয়েছিল তার নাম।


ডেল্টা টাইমস্/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com