মেটা এআই ফিচার নিয়ে ক্ষুব্ধ ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রামে চালু হয়েছে মেটা এআই। ব্যবহারকারীদের জন্য এরইমধ্যে ধাপে ধাপে মেটা এআই চালু করা হয়েছে। কেউ যদি হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা ইনস্টাগ্রামে আলাদা একটি রঙিন আইকন রিং দেখে থাকেন, তাহলে বুঝতে হবে তার অ্যাকাউন্টে চালু হয়েছে মেটা এআই চ্যাটবট। তবে এআই টুল দিয়ে ছবি এডিট করলেই ‘মেড বাই এআই’লোগো লাগিয়ে দিচ্ছিল মেটা। এই নিয়ে সমালোচনা শুরু হয়েছে। সম্প্রতি এক ফটোগ্রাফার এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। তারপরই সিদ্ধান্ত পরিবর্তন করে মেটা। মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান জানিয়েছে, ইনস্টাগ্রাম এবং ফেসবুকে এআই টুল দিয়ে ছবি এডিট করলে আর ‘মেড বাই এআই’ নয়, ‘এআই ইনফো’ ট্যাগ লাগানো হবে। মূলত এআই টুল দিয়ে তৈরি ছবি ‘মেড বাই এআই’ ট্যাগ লাগানো উচিত। কিন্তু সাধারণ ক্যামেরা, মোবাইল বা ফটোগ্রাফারের তোলা ছবি এইআই টুলে এডিট করলে কেন এই ট্যাগ লাগানো হবে সেই প্রশ্ন অনেকেই তুলছিলেন। তাদের দাবি, এডিটেড ছবিতে এমন লোগো লাগানো ঠিক নয়। এরপর মেটা জানায়, তারা সিদ্ধান্ত পরিবর্তন করে নতুন আপডেটে এডিটেড ছবিতে ‘মেড বাই এআই’ লোগো থাকবে না। এরপর ‘এআই ইনফো’ লোগো নিয়ে আসে মেটা। কিন্তু হঠাৎ করে এমন লোগো কেন আনা হয়েছে সেই নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি জাকারবার্গের প্রতিষ্ঠান। মেটার দাবি, এই টুল ব্যবহার করে কোনো ছবি এডিট করলে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী সেটাকে এআই-এর তৈরি বলা যায়, যা কোনো মতেই মানতে রাজি নন নেটিজেনরা। ডেল্টা টাইমস/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |