রোববার ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৩ ভাদ্র ১৪৩১

টেকনাফ-সেন্টমার্টিনে নৌ চলাচল শুরু
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ৭ জুলাই, ২০২৪, ৭:৩৯ পিএম | অনলাইন সংস্করণ

টেকনাফ-সেন্টমার্টিনে নৌ চলাচল শুরু

টেকনাফ-সেন্টমার্টিনে নৌ চলাচল শুরু

টেকনাফ-সেন্টমার্টিন দ্বীপে নৌ চলাচল শুরু হয়েছে। টানা ৩৩ দিন পর রোববার (৭ জুলাই) থেকে দ্বীপের সঙ্গে টেকনাফের নৌরুটে ট্রলার ও স্পিড বোটে যাত্রী পারাপার শুরু হয়। ৪ জুন দ্বীপের সঙ্গে নৌযান চলাচল বন্ধ হয়ছিল। আগামীকাল থেকে নৌ চলাচল অব্যাহত থাকবে বলে জানিয়েছেন টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী।

আদনান জানান, সেন্টমার্টিন দ্বীপের সঙ্গে যাতায়াতকারী নৌযান সাময়িক বন্ধ রাখার নির্দেশনা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। যথারীতি দ্বীপের সঙ্গে যাতায়াত শুরু হয়েছে। টেকনাফের শাহপুরির দ্বীপ জেটি দিয়ে সেন্টমার্টিন দ্বীপের সঙ্গে নৌ চলাচল করছে।

রোববার সকালে টেকনাফের নৌঘাট থেকে দুইটি ট্রলার সেন্টমার্টিনের উদ্দেশ্যে যাত্রী ও পণ্য সামগ্রী নিয়ে দ্বীপে পৌঁছে।

অপরদিকে সেন্টমার্টিন দ্বীপ থেকেও তিনটি ট্রলার এবং আরো কয়েকটি স্পিড বোট যাত্রী নিয়ে শাহপুরীর দ্বীপ জেটি হয়ে টেকনাফে পৌঁছে। সেন্টমার্টিন দ্বীপের যাত্রীবাহী বোট মালিক সমিতির সভাপতি মোহাম্মদ রশিদ জানান, বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির পরামর্শ মতো ট্রলার ও স্পিড বোটের আগে ও পেছনে বাংলাদেশের পতাকা টাঙ্গিয়ে টেকনাফ ও সেন্টমার্টিনের নৌরুট পাড়ি দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ‘মালিকানাধীন একটি যাত্রীবাহী ট্রলার নিয়ে আমি নিজেই সেন্টমার্টিন দ্বীপ থেকে শাহপুরীর হয়ে টেকনাফে এসেছি।’


সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, মিয়ানমারের চলমান সংঘাতের সময় গত মাসের প্রথমার্ধে টেকনাফ থেকে সেন্টমার্টিন যাতায়াতকারী যাত্রীবাহী নৌযানে মিয়ানমার দিক থেকে আকস্মিক গুলি বর্ষণের ঘটনার পর থেকে দ্বীপের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়।

তবে কক্সবাজারের জেলা প্রশাসন দ্বীপবাসীর জন্য নিত্যপণ্য সামগ্রী যথারীতি পৌঁছানোর ব্যবস্থা করে। এ কারণে দ্বীপের বাসিন্দাদের নিত্যপণ্যের কোনো সংকট সৃষ্টি হয়নি।

মুজিবুর রহমান আরো জানান, সেন্টমার্টিন দ্বীপের নৌযানগুলো আপাতত সাগরের জোয়ারের পানির উচ্চতার ওপর নির্ভরশীল হয়ে যাতায়াত করছে। তবে ভাটার সময় নৌচলাচল ব্যাহত হয়। আগামিকাল থেকে দ্বীপের সঙ্গে নৌযান নিয়মিত যাতায়াত করবে।


ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com