কাপাসিয়া মোটরসাইকেল দুর্ঘটনায় আলীম পরীক্ষার্থীর মৃত্যু
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
|
সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের নিকলি বেড়াতে গিয়ে এক আলীম পরীক্ষার্থী মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুলাই) বিকাল ৫ টায় কিশোরগঞ্জের নিকলি থেকে কাপাসিয়া ফেরার পথে কুলিয়াচর এলাকা পোড়াদিয়া এ দুর্ঘটনা ঘটেছে। নিহত পরীক্ষার্থী সাদিকুল ইসলাম (২০)। সে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বাওরাইদ গ্রামের বেলায়েত হোসেন এর ছেলে। সে চলতি বছরের উপজেলার শালদৈ মাদ্রাসার আলীম পরীক্ষার্থী। কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার ইনস্পেক্টর (তদন্ত) লুৎফুর রহমান বলেন, সাদিকুল ইসলাম নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। সে বাইক দুর্ঘটনায় মারা গেছে। নিহতের বাবা বেলায়েত হোসেন জানান, আমার ছেলে আলীম পরীক্ষার্থী। সে সকাল ৭ টার দিকে বাড়ী থেকে বন্ধুদের সাথে নিকলি ঘুরতে যায়। বিকালে নিকলি থেকে তার বন্ধুর সাথে মটর সাইকেলে কাপাসিয়া ফেরার পথে কুলিয়ারচর উপজেলার পোড়াদিয়া মোড়ে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। আমি লাশ এর জন্য অপেক্ষায় আছি। কাপাসিয়া বাওরাইদ গ্রামের ইউপি সদস্য ফারুক হোসেন বলেন, আমি লাশ আনতে পরিবারের সাথে কুলিয়ারচর থানায় যাচ্ছি। ডেল্টা টাইমস/আকরাম হোসাইন হিরন/সিআর/এমই
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |