শুক্রবার ১১ অক্টোবর ২০২৪ ২৬ আশ্বিন ১৪৩১

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবার পেলো ৬৫ লাখ টাকা
ইউএই প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪, ১১:৩৩ এএম | অনলাইন সংস্করণ

দুবাইতে নিহত কামাল এর পরিবারের হাতে ক্ষতিপূরণের অর্থ তুলে দিচ্ছেন সাংসদ মাহবুব উর রহমান রুহেল।

দুবাইতে নিহত কামাল এর পরিবারের হাতে ক্ষতিপূরণের অর্থ তুলে দিচ্ছেন সাংসদ মাহবুব উর রহমান রুহেল।

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী কামাল উদ্দিনের পরিবারকে সংযুক্ত আরব আমিরাত মিরসরাই সমিতির মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। দুই বছর আইনি লড়াইয়ের পর নিহত কামাল উদ্দিনের দুই মেয়ে, স্ত্রী ও পিতা মাতার হাতে মোট ৬৫ লাখ টাকার চেক তুলে দেন সংযুক্ত আরব আমিরাত মিরসরাই সমিতির নেতৃবৃন্দ।

সোমবার (৭ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই আসনের সংসদ সদস্য মাহবুব উর রহমান রুহেল।

প্রধান অতিথির বক্তব্যে মাহবুব উর রহমান রুহেল বলেন, দীর্ঘদিন ধরে মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত অনেক সমাজসেবামূলক কাজ করে আসছে। ইতিমধ্যে তারা সংযুক্ত আরব আমিরাতে মারা যাওয়া অর্ধশতাধিক বাংলাদেশির লাশ দেশে পাঠিয়েছে। এছাড়া সড়ক দুর্ঘটনায় নিহত কামাল উদ্দিনের পক্ষ আইনি সহায়তা লড়ে ক্ষতিপূরণ আদায় করেছে যা প্রশংসার দাবী রাখে।

মিরসরাই সমতিরি সাবেক সভাপতি সাইফুল ইসলাম বলেন, আমরা সমিতির পক্ষ থেকে একটি মামলা করি। প্রায় দুই বছর পর মামলার রায় হয় । এতে কামাল উদ্দিনের দুই মেয়ে, স্ত্রী ও পিতা মাতার পরিবার ৬৫ লাখ টাকা পায়। আজ মিরসরাইয়ের এম.পি মাহবুব উর রহমান রুহেলের মাধ্যমে আমরা ঐ পরিবারে হাতে চেক হস্তান্তর করি। আগামীতেও সংযুক্ত আরব আমিরাত মিরসরাই সমিতি প্রবাসীর যেকোনো সমস্যায় পাশে থাকবে।


ডেল্টা টাইমস/এম এনাম হোসেন/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com