রোববার ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৩ ভাদ্র ১৪৩১

৩১ জুলাই : ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: বুধবার, ৩১ জুলাই, ২০২৪, ৯:১৫ এএম | অনলাইন সংস্করণ

৩১ জুলাই : ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

৩১ জুলাই : ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

আজ বুধবার, ৩১ জুলাই ২০২৪ ● ১৬ শ্রাবন ১৪৩১ বঙ্গাব্দ ● ২৪ মহরম ১৪৪৬। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

উল্লেখযোগ্য ঘটনাবলি :

১৪৯৮ - প্রথম ইউরোপীয় হিসেবে ক্রিস্টোফার কলম্বাস পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের ত্রিনিদাদ আবিষ্কার করেন।
১৬৫৮ - আওরঙ্গজেব ভারতের মুঘল সম্রাট ঘোষিত হন।
১৮০৬ - ব্রিটিশ উপনিবেশবাদীরা দক্ষিণ আফ্রিকার ‘কাপ’ এলাকা দখল করে নেয়।
১৮০৭ - লর্ড মিন্টো গভর্নর জেনারেল পদে অধিষ্ঠিত হন।
১৮৫৬ - নিউজিল্যান্ডের শহর ক্রাইস্টচার্চকে সিটি হিসেবে গ্রহণ করা হয়।
১৯০৮ - স্যার ব্যাডেন পাওয়েল স্কাউট আন্দোলনের সূচনা করেন।
১৯১৯ - এয়েইমারে জার্মানি প্রজাতন্ত্র ঘোষণা করে।
১৯২৭ - ভারতের নাগপুরে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধে।
১৯৫৪ - ইতালীয় পর্বতারোহী দল প্রথম হিমালয়ের কে-২ শৃঙ্গে আরোহণ করে।
১৯৭১ - এপোলো-১৫ মহাকাশ যান চাঁদে যাওয়ার উদ্দেশে রওনা হয়।
১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ইয়েমেন।
১৯৭৩ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় দক্ষিণ ভিয়েতনাম।
১৯৭৮ - চট্টগ্রামে এলপি গ্যাস কারখানা উদ্বোধন।
১৯৭৮ - চীনে শেক্সপিয়ারের রচনাবলীর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
১৯৯১ - সোভিয়েত-মার্কিন দূরপাল্লার পারমাণবিক অস্ত্রহ্রাস চুক্তি ‘স্টার্ট’ স্বাক্ষরিত হলে দুদেশের মধ্যে বিরাজমান পাঁচ দশক ব্যাপী বিরোধের অবসানে কার্যকর পদক্ষেপ ঘটে।
১৯৯২ - জর্জিয়া জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
১৯৯৫ - ভারতের হয়ে প্রথম মোবাইল ফোনে কলকাতার মহাকরণে বসে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ইউনিয়ন কথা বলেন যোগাযোগমন্ত্রী সুখরামের সঙ্গে।
২০০৬ - কিউবার নেতা ফিদেল কাস্ত্রো ছোটভাই রাউল কাস্ত্রোর কাছে সাময়িকভাবে ক্ষমতা হস্তান্তর করেন।
২০০৭ - বাংলাদেশে অর্ধশত বছরের পুরনো খুলনার পিপলস জুট মিল আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেয়া হয়।
২০১২ - মাইকেল ফেলপস ১৯৬৪ সালে লারিসা লাথিনিয়ার গড়া অলিম্পিকের এক আসরে সর্বোচ্চ পুরস্কার বিজয়ের রেকর্ড ভাঙ্গেন।
 
এই দিনে যাদের জন্ম :

১৫২৭ - দ্বিতীয় ম্যাক্সিমিলিয়ান, রোমান সম্রাট।
১৭০৪ - গাব্রিয়েল ক্রেমার, সুইস গণিতবিদ।
১৭১৮ - ইংরেজ পদার্থবিদ জন ক্যান্টন।
১৭৩৬ - বিখ্যাত ফরাসি পদার্থবিদ চার্লস অগাস্টিন কুলান।
১৮০০ - ফ্রেডরিখ ভোলার, জার্মান রসায়নবিদ।
১৮৩৫ - ফ্রান্সের ৫০তম প্রধানমন্ত্রী হেনরি ব্রিসন।
১৮৭৫ - ফরাসি চিত্রকর জাক ভিয়ঁর।
১৮৮০ - মুন্সি প্রেমচাঁদ, আধুনিক হিন্দি এবং উর্দু ভাষার লেখক।
১৮৯১ - প্রখ্যাত ভারতীয় বাঙালি চিত্রশিল্পী ক্ষিতীন্দ্রনাথ মজুমদার।
১৯০৪ - বিবেকানন্দ মুখোপাধ্যায়, প্রখ্যাত বাঙালি সাংবাদিক।
১৯১১ - পান্নালাল ঘোষ, বংশীবাদক।
১৯১২ - মিল্টন ফ্রিড্‌ম্যান, নোবেল বিজয়ী মার্কিন অর্থনীতিবিদ, পরিসংখ্যানবিদ।
১৯১৮ - পল বয়ার, মার্কিন বায়োকেমিস্ট এবং শিক্ষাবিদ, নোবেল পুরস্কার বিজয়ী।
১৯৩১ - বিশ্বের সেরা ১০ টেনিস সেরা তারকার কোচ নিক বলেতিয়েরি।
১৯৪৪ - জেরাল্ডিন চ্যাপলিন, ইংরেজি, ফরাসি এবং স্পেনীয় ভাষার বিশিষ্ট অভিনেত্রী।
১৯৪৬ - পি সি সরকার জুনিয়র, পুরো নাম প্রদীপচন্দ্র সরকার, ভারতীয় বাঙালি জাদুকর।
১৯৪৭ - মুমতাজ, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।
১৯৫৫ - আহমদ আবদুল কাদের, ইসলামি চিন্তাবিদ ও রাজনীতিবিদ, খেলাফত মজলিসের মহাসচিব।
১৯৫৭ - মনতাজুর রহমান আকবর, বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার।
১৯৬৫ - জে কে রাউলিং, ইংরেজ কল্পকাহিনী লেখিকা।
১৯৬৬ - ডিন কেইন, মার্কিন টিভি অভিনেতা। যিনি সুপারম্যান চরিত্রে অভিনয় করেছন।
১৯৮৯ - ভিক্টোরিয়া আজারেঙ্কা, বেলারুশীয় টেনিস খেলোয়াড়।
১৯৯২ - কাইল লারসন, মার্কিন রেস কার ড্রাইভার।
 
এই দিনে যাদের মৃত্যু :

১৮৭৫ - অ্যান্ড্রু জন‌সন, মার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তদশ রাষ্ট্রপতি।
১৯৪০ - উধাম সিং, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের ব্যক্তিত্ব ও অগ্নিযুগের শহীদ মার্ক্সবাদী বিপ্লবী।
১৯৪৩ - হেডলি ভেরিটি, পেশাদার ইংরেজ ক্রিকেটার।
১৯৪৪ - দ্বিতীয় মহাযুদ্ধ চলাকালে খ্যাতনামা ফরাসী লেখক অ্যান্টনি দোসান্ত এক বিমান দুর্ঘটনায় মৃত্যবরণ করেন।
১৯৭১ - সালাহউদ্দিন মমতাজ, বীর উত্তম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।
১৯৮০ - মোহাম্মদ রফি, ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সঙ্গীতশিল্পী।
১৯৮০ - শৈলেন্দ্রনাথ গুহরায়, ভারতে মুদ্রণ শিল্পের বিশিষ্ট ব্যক্তিত্ব ও শ্রীসরস্বতী প্রেসের প্রতিষ্ঠাতা।
১৯৮১ - ওমর তরিজোস, পানামার স্বৈরশাসক।
১৯৯২ - কমিউনিস্ট নেতা রতন সেন সন্ত্রাসীদের হাতে নিহত হন।
২০০৯ - ইংলিশ ফুটবলার এবং ব্যবস্থাপক বব্বি রবসন।
২০১২ - মার্কিন গায়ক ও গান লেখক বিল ডস।
২০১৪ - নবারুণ ভট্টাচার্য, ভারতীয় লেখক।
২০১৭ - জান মোরো, ফরাসি অভিনেত্রী, গায়িকা, চিত্রনাট্যকার এবং পরিচালক।
২০২২ - প্রখ্যাত ভারতীয় বাঙালি সংগীত শিল্পী নির্মলা মিশ্র। ফিদেল রামোস, ফিলিপাইনের ১২তম রাষ্ট্রপতি।


ডেল্টা টাইমস/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com