রোববার ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৩ ভাদ্র ১৪৩১

রাষ্ট্রের বন্দুক দিয়ে মারা হচ্ছে, আমরা নিরাপদ না: শাকিব চৌধুরী
বিনোদন ডেস্ক:
প্রকাশ: রোববার, ৪ আগস্ট, ২০২৪, ২:২৪ পিএম | অনলাইন সংস্করণ

রাষ্ট্রের বন্দুক দিয়ে মারা হচ্ছে, আমরা নিরাপদ না: শাকিব চৌধুরী

রাষ্ট্রের বন্দুক দিয়ে মারা হচ্ছে, আমরা নিরাপদ না: শাকিব চৌধুরী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সহিংসতায় নিহত, গণগ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদ কর্মসূচিতে শনিবার একজোট হয় দেশের সংগীত শিল্পীরা। এদিন বিকেল ৩ টায় সকলে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ‘গেট আপ, স্ট্যান্ড আপ’ এর ব্যানারে রাস্তায় নামেন। সেখান থেকে পরবর্তীতে তারা অবস্থান নেয় কেন্দ্রীয় শহীদ মিনারে।

এ সময় সাম্প্রতিক আন্দোলন ঘিরে ছাত্রদের ওপর গুলিবর্ষণের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন সংগীতশিল্পীরা; ছাত্রদের সকল দাবির সঙ্গেও সংহতি প্রকাশ করেন তারা। হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে তারা দাবি করেন, এদেশে কেউই নিরাপদ নয়।

আন্দোলনকে সমর্থন জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ক্রিপটিক ফেইট ব্যান্ডের ভোকালিস্ট শাকিব চৌধুরী। জোরাল গলায় তিনি বলেন, ’আমাদের রাষ্ট্রের বন্দুক দিয়ে আমাদের ছাত্র, আমাদের জনতা মারা হচ্ছে। এটা ’৫২, ’৬৯-এ হয়েছিল, ’৭১ সালে পাকিস্তানিরা মেরেছিল, তা এখন হচ্ছে। হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছে; এখানে কি গৃহযুদ্ধ হচ্ছে? আমরা কি শত্রু? ছাত্ররা কি শত্রু?’

শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে শাকিব আরও বলেন, ‘প্রথম দিন থেকেই আমরা ছাত্রদের দাবির সঙ্গে আছি। ছাত্ররা এ দেশের ভবিষ্যৎ। তাই আমরা ছাত্রদের সব দাবির সঙ্গে আছি।’

এ সময় একজন প্রশ্ন করেছিল রাজপথে নামতে এতদিন লাগলো কেন? উত্তরে শাকিব বলেন, ‘কারণ, আমরা ভয় পাই। এই সরকার আমরা ভয় পাই। ছাত্ররা আমাদের ভয় ভেঙেছে। আমরা কেউ নিরাপদ না এখানে।’

সংগীতশিল্পী শাকিব চৌধুরী ছাড়াও এদিন আরও বক্তব্য দেন পার্থ বড়ুয়া, হাসান, প্রিন্স মাহমুদ, হামিন আহমেদ, মাকসুদুল হক, শায়ান চৌধুরী অর্ণব, লিংকন ডি কস্তা, পলাশ, শেখ ইশতিয়াকসহ অনেকে। উপস্থিত ছিলেন মানাম আহমেদ, বাপ্পা মজুমদার, জন কবির, ন্যান্সি, এলিটা করিম, আরমীন মূসা, প্রবর রিপন, জয় শাহরিয়ার, এ কে রাহুল, খৈয়াম শানু সন্ধি, পলাশসহ অনেকে।


ডেল্টা টাইমস/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com