গণ-অভ্যুত্থানের পর হাসপাতালে অনুপস্থিত ডাক্তার-নার্স, বিএনপির উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক:
|
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে অনেক চিকিৎসক, নার্স ও কর্মচারী অনুপস্থিত থাকার কারণে চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ও ভেঙে পড়ছে বলে দাবি করেছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। তিনি বলেন, ‘আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা হলো সব ধরনের প্রতিহিংসা ও অরাজকতা বন্ধ রাখার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি সবার নিরাপত্তা বজায় রাখার জন্য বদ্ধপরিকর।’ ‘এমতাবস্থায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বিভিন্ন হাসপাতালের পরিচালক, বিভাগীয় প্রধান, অধ্যাপক, চিকিৎসকবৃন্দ, নার্সিং কর্মকর্তা এবং অন্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে হাসপাতালের চিকিৎসাসেবা অব্যাহত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করছি। ডেল্টা টাইমস/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |