মঙ্গলবার ১৫ অক্টোবর ২০২৪ ২৯ আশ্বিন ১৪৩১

জনসমক্ষে হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানে তরুণী আটক
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪, ৪:০০ পিএম | অনলাইন সংস্করণ

জনসমক্ষে হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানে তরুণী আটক

জনসমক্ষে হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানে তরুণী আটক

হিজাব নিয়ে আবার আলোচনায় ইরান। হিজাবনীতি ভঙ্গ করার অভিযোগে দেশটির নীতি পুলিশের হাতে আটকের পর হেফাজতে নিহত হন আলোচিত মাসা আমিনি। এ নিয়ে বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়ে ইরান।


প্রায় দুই বছর পর এবার হিজাব ইস্যুতে ফের আরো এক তরুণীকে গ্রেফতারের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
জানা গেছে, জারা ইসমাইলি নামের ওই তরুণী হিজাব না পরে জনসমক্ষে অ্যামি ওয়াইনহাউসের ‘ব্যাক টু ব্ল্যাক’ গানটি গাওয়ার জন্য গ্রেফতার হয়ে জেলে গেছেন। তার গান ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে তাকে হেফাজতে নেওয়া হয়।  

জারার পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে যে জারা কোথায় আটক আছেন, সে ব্যাপারে কিছুই জানেন না তারা।

জারা ইরানের মেট্রো এবং পার্কের মতো পাবলিক স্পেসে হিজাব ছাড়া পারফর্ম করার জন্য পরিচিত। ইরানে হিজাব পরিধান করা বাধ্যতামূলক। দেশটিতে এ নিয়ে কড়াকড়ি রয়েছে।

তেহরানের রাস্তায় তার পারফরম্যান্স ইসলামিক প্রজাতন্ত্রের নিপীড়নমূলক আইনের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা হিসেবে ধরা হয়। যা দেশটির নারীর স্বাধীনতা এবং আত্ম-প্রকাশকে সীমাবদ্ধতার বিরুদ্ধে জাগরনের বার্তা দেয়।

ইরানি গায়ক এবং বার্লিন ভিত্তিক রাইট টু সিং ক্যাম্পেইনের প্রতিষ্ঠাতা ফারাভাজ ফারভারদিন জারার গ্রেফতারের নিন্দা জানিয়েছে।  

সামাজিকমাধ্যম এক্সে তিনি লিখেন, ‘জনসমক্ষে গান গাওয়ার অপরাধে তেহরানের কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন জারা ইসমাইলি। ইরানের বাইরে অধিকার কর্মী এবং সঙ্গীতশিল্পীদের সঙ্গে যোগাযোগ স্বীকার করার জন্য তার উপর চাপপ্রয়োগ করছে নিরাপত্তা বাহিনী’।



ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com