মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ ২ আশ্বিন ১৪৩১

নতুন আতঙ্ক নিয়ে হাজির হচ্ছে এমপক্স
কাব্য সাহা:
প্রকাশ: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪, ১০:৪৯ এএম | অনলাইন সংস্করণ

নতুন আতঙ্ক নিয়ে হাজির হচ্ছে এমপক্স

নতুন আতঙ্ক নিয়ে হাজির হচ্ছে এমপক্স

বর্তমানে নতুন উদ্বেগের নাম এমপক্স। যা বিশ্বজুড়ে মাঙ্কিপক্স নামেও পরিচিত। এ রোগটি সম্পর্কে এখনও অনেকের অজানা। এমপক্সের ইতিহাস বেশ পুরোনো। এমপক্স প্রথম শনাক্তকরণ হয় একটি বানরের শরীরে। তখন থেকেই এমপক্স তথা মাঙ্কিপক্স এর পরিচিতি হয়। ইতিহাস পর্যালোচনা করে জানা যায়, আফ্রিকার একটি দেশে ১৯৭০ সালে মানবদেহে প্রথম এমপক্স ভাইরাস শনাক্ত হয়। এরপর আফ্রিকার কয়েকটি দেশে এর সংক্রমণ ঘটতে দেখা যায়। তবে বিশেষজ্ঞদের তথ্য মতে কেবল বানর নয়, ইঁদুরও এই ভাইরাস বহন করে। বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারির পর আরেক আতঙ্ক ছড়িয়ে পরছে মাঙ্কিপক্স ভাইরাস নিয়ে। সম্প্রতি বিভিন্ন দেশে এমপক্স এর ভয়াবহতা বিস্তার লাভ করছে। বিশেষজ্ঞদের মতে, এমপক্সের প্রধান ২ টি ধরন আছে ক্লেড ১ এবং ক্লেড ২। ২ টি ধরনের মধ্যে আবার সাব ডিভিশন আছে যা এ, বি নামে পরিচিত।

বিভিন্ন দেশের মধ্যে আফ্রিকার কঙ্গোতে এমপক্স তথা মাঙ্কিপক্স এর সংক্রমণ বেশি ছড়িয়ে পরে। কঙ্গোতে এই ভাইরাস ছড়ানোর কারণ ছিল ক্লেড ১ ভাইরাস। ক্লেড ১ ভাইরাস এর মৃত্যুহার বেশি। বলা যায়, ক্লেড ১ ধরনটি ক্লেড ২ থেকে তুলনামূলক গুরুতর। অন্যদিকে, ইউরোপে ছড়িয়েছে ক্লেড ২ ভাইরাস। ক্লেড ২ ভাইরাসে মৃত্যুহার কম।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে মাঙ্কিপক্স ভাইরাস আক্রান্ত ব্যক্তির উপসর্গের মধ্যে লক্ষ্য করা যায়-
১. প্রাথমিক অবস্থায় মাথাব্যথা, পিঠে ব্যথা সহ শরীরের বিভিন্ন অংশে প্রচন্ড ব্যথা অনুভব হতে পারে।
২. এমপক্সে আক্রান্ত ব্যক্তির প্রচণ্ড ব্যথা হওয়ার কারণে জ্বর হতে পারে।
৩. সংক্রমিত ব্যক্তির জ্বরের পাশাপাশি শরীরে ফোসকা ন্যায় পরিলক্ষিত হওয়া।
৪. কিছু আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে প্রথমে মুখে ফুসকুড়ি দেখা যায়। পরবর্তীতে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে।
৫. ত্বকে পানি ভর্তি ফুসকুড়িগুলো থেকে চুলকানি সৃষ্টি হতে পারে এবং পরবর্তীতে ফুসকুড়ি থেকে ক্ষতের সৃষ্টি হতে পারে।

বর্তমানে মাঙ্কিপক্স ভাইরাস সংক্রমণ মানুষ থেকে মানুষের মধ্যে ছড়াচ্ছে। এর মধ্যে সংক্রমণ ছড়ানোর অন্যতম মাধ্যম শারীরিক স্পর্শের দ্বারা। সংক্রমিত ব্যক্তির শ্বাস-প্রশ্বাসের খুব কাছাকাছি থাকলে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। এমপক্স সংক্রমিত ব্যক্তির  ব্যবহার্য জিনিসপত্র থেকেও ভাইরাস ছড়াতে পারে। সন্তানসম্ভবা নারী মাঙ্কিপক্স এ আক্রান্ত হলে অনাগত সন্তানও এই ভাইরাসে আক্রান্ত হতে পারে। মাঙ্কিপক্স শুকিয়ে যাওয়ার পর ফোসকার আবরণ যদি বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে, সেখান থেকে সংক্রমণ ছড়িয়ে পরার ঝুঁকি থাকে। সুতরাং ঝুঁকি মোকাবেলায় সচেতনতা প্রয়োজন।

যেহেতু বাংলাদেশে এখনো এই ভাইরাস শনাক্ত হয়নি সেহেতু ঝুঁকি এড়াতে সবাইকে সচেতনতা বৃদ্ধি করতে হবে। বিশেষকরে বিমানবন্দর সহ নৌ ও স্থল বন্দরে এখনই স্ক্রিনিং ব্যবস্থা চালু করতে হবে। এমপক্সের লক্ষণ আছে এমন সন্দেহভাজন ব্যক্তিদের আইসোলেট স্থানে রাখতে হবে এবং যত দ্রুত সম্ভব পরীক্ষা করতে হবে। এমপক্স আক্রান্ত দেশ থেকে আসা ব্যক্তিদের বিষয়ে নজরদারি বাড়াতে হবে। অন্যদিকে, হাসপাতালগুলোতে প্রস্তুতি রাখতে হবে যেন রোগী পাওয়া গেলে তাৎক্ষণিক চিকিৎসার আওতায় আনা সম্ভব হয় এবং সংক্রমণ ছড়িয়ে পরার আগে ডেডিকেটেড হাসপাতালে তাদের স্বান্তনার করা যায়। সর্বোপরি মাঙ্কিপক্স প্রাণঘাতী আকার যেন ধারণ না করে এই ব্যাপারে প্রতিটি দেশের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।


লেখা : রেজিস্টার্ড এ গ্রেড ফার্মাসিস্ট, এক্সিকিউটিভ, ল্যাবএইড হাসপাতাল।


ডেল্টা টাইমস/কাব্য সাহা/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com