মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ ২ আশ্বিন ১৪৩১

ইসরায়েলি হামলায় আরও ১৮ ফিলিস্তিনি নিহত
আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ১০:১৪ এএম | অনলাইন সংস্করণ

গাজায় ইসরায়েলি হামলায় নিহতদের জানাজা পড়ছেন মুসলিমরা। ফাইল ছবি

গাজায় ইসরায়েলি হামলায় নিহতদের জানাজা পড়ছেন মুসলিমরা। ফাইল ছবি

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় বুধবার (৪ সেপ্টেম্বর) আরও ১৮ জন নিহত হয়েছেন। এ নিয়ে গত ৭ অক্টোবরের পর থেকে অন্তত ৪০ হাজার ৮৬১ ফিলিস্তিনিকে হত্যা করলো দখলদাররা। এই ১১ মাসে তাদের হামলায় আহত হয়েছেন আরও ৯৪ হাজারের বেশি মানুষ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, টানা দ্বিতীয় সপ্তাহে জেনিনে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সেখানকার অন্তত চার হাজার বাসিন্দাকে জোরপূর্বক ঘরছাড়া করেছে দখলদাররা।

বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, বুধবার রাতে জেনিন শরণার্থী শিবিরে অতিরিক্ত সৈন্যবাহিনী নিয়ে অভিযান চালায় ইসরায়েল।

এসময় সৈন্যরা শহরের আল-জাবারিয়ত পাড়ায় ফিলিস্তিনি পরিবারগুলোকে অস্ত্রের মুখে জোরপূর্বক ঘরছাড়া করে এবং শরণার্থী শিবিরের একটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

এছাড়া, জেনিনের উত্তরে নাজারেথ স্ট্রিটে বুলডোজার চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

অধিকৃত পশ্চিম তীরের উত্তরাংশে ইসরায়েলি সামরিক অভিযানের একটি অংশ হলো জেনিন অবরোধ। তাদের এই অভিযানে কমপক্ষে ৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আল-জাজিরা আরও জানিয়েছে, মধ্য গাজার আল-আকসা শহীদ হাসপাতালের কাছে তাঁবুতে বাস্তুচ্যুত লোকদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী এবং শিশু রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা ওয়াফা।

হামলা হয়েছে ‘মানবিক অঞ্চল’ ঘোষিত আল-মাওয়াসি এলাকায়ও। এতে অন্তত একজন নিহত এবং ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।


ডেল্টা টাইমস/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com