৯ সেপ্টেম্বর : ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা
ডেল্টা টাইমস ডেস্ক:
|
আজ সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪ ● ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ ● ৫ রবিউল আউয়াল ১৪৪৬। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। উল্লেখযোগ্য ঘটনাবলি : ১৯৪৮ - উত্তর কোরিয়া স্বাধীন দেশ হিসেবে প্রতিষ্ঠিত।১৯৬৯ - কানাডাতে অফিসিয়াল ল্যাংগুয়েজ অ্যাক্ট বাস্তবায়িত হয়। যার মাধ্যমে ফরাসি ভাষা ইংরেজি ভাষার সমান মর্যাদা পায়। ১৯৭০ - একটি ব্রিটিশ বিমান পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন দ্বারা হাইজ্যাক করা হয়। বিমানটি জর্ডানের ডাওজন ফিল্ডে নেয়া হয়। ১৯৭৭ - কাম্পালায় প্রেসিডেন্ট ইদি আমিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে ১৫ জনকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেয়া হয়। ১৯৯১ - তাজিকিস্তান সাবেক সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। ১৯৯৩ - পিএলও বা প্যালেস্টাইন লিবারেশন অরগানাইজেশন আনুষ্ঠানিকভাবে ইসরাইলকে স্বীকৃতি দেয়। ২০০৫ - মিসরের প্রথম বহুদলীয় প্রেসিডেন্ট নির্বাচনে হোসনি মোবারককে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা। ইতিহাসে আজকে যাদের জন্ম : ১৮২৪ – লিও তলস্তয়, বিখ্যাত রুশ লেখক। ১৮৭২ - সরলা দেবী চৌধুরানী, বিশিষ্ট বাঙালি বুদ্ধিজীবী ও ভারতের এলাহাবাদে প্রথম নারী সংগঠন ‘ভারত স্ত্রী মহামণ্ডল’-এর প্রতিষ্ঠাতা। ১৮৭৮ - দ্বিজেন্দ্রনাথ মৈত্র প্রখ্যাত শল্যচিকিৎসক ও সমাজসেবী। ১৮৮২ - অনুরূপা দেবী, বাঙালি ঔপন্যাসিক। ১৮৯৯ - ভিক্টোরিয়া ফেড্রিকা দ্য মারিশলার ই দ্য বোরবন, স্প্যানিশ রাজা প্রথম জুয়ান কার্লোসের নাতনি। ১৯০০ - জেমস হিল্টন, একজন ইংরেজ উপন্যাসিক। ১৯২০ - সন্তোষকুমার ঘোষ, প্রখ্যাত বাঙালি সাহিত্যিক এবং সাংবাদিক। ১৯২১ - পলান সরকার, একুশে পদক বিজয়ী বাংলাদেশি সমাজকর্মী। ১৯২৪ - সিলভিয়া মাইলস, মার্কিন অভিনেত্রী। ১৯৪১ - ডেনিস রিচি, মার্কিন প্রোগ্রামার ও কম্পিটার বিজ্ঞানী, সি প্রোগ্রামিং ভাষার জনক। ১৯৬৭ - অক্ষয় কুমার, ভারতীয় অভিনেতা। ১৯৮৩ - ভিটোলো, স্প্যানিশ ফুটবলার। ১৯৮৭ - জোসোয়া হের্ডম্যান, ইংলিশ অভিনেতা। ১৯৮৮ - ম্যানুয়েলা আরবেলায়েজ, কলাম্বিয়ান মডেল। ১৯৮৮ - দানিয়ালো ডি’আম্ব্রোসিও, ইতালীয় ফুটবলার। ১৯৯৯ - অঞ্জন সাহা- তন্ময়, বাংলাদেশি কারাতে খেলোয়ার। ইতিহাসে আজকে যাদের মৃত্যু : ১০৮৭ - প্রথম উইলিয়াম (ইংল্যান্ড), ইংরেজ রাজবংশের প্রতিষ্ঠাতা। ১৮৯৮ - ফরাসি কবি মালার্মে। ১৯০১ - অঁরি দ্য ত্যুল্যুজ্-লোত্রেক, উনিশ শতকের প্রখ্যাত ফরাসি চিত্রকর। ১৯৬৮ - অশোক বড়ুয়া, বাঙালি লেখক। ১৯৭২ - ওস্তাদ আলাউদ্দিন খাঁ। ১৯৭৬ - মাও সে তুং, চাইনিজ কমিউনিস্ট পার্টির নেতা। ২০১৪ - নজরুলসংগীতের বরেণ্য শিল্পী ফিরোজা বেগম। ডেল্টা টাইমস/সিআর/এমই
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |