শনিবার ৫ অক্টোবর ২০২৪ ২০ আশ্বিন ১৪৩১

নাইজেরিয়ায় জ্বালানির ট্রাক বিস্ফোরণে নিহত ৪৮ জন
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ৯:২১ এএম | অনলাইন সংস্করণ

নাইজেরিয়ায় জ্বালানির ট্রাক বিস্ফোরণে নিহত ৪৮ জন

নাইজেরিয়ায় জ্বালানির ট্রাক বিস্ফোরণে নিহত ৪৮ জন

নাইজেরিয়ায় জ্বালানির ট্রাক বিস্ফোরিত হয়ে ৪৮ জনের মৃত্যু হয়েছে।  স্থানীয় সময় রোববার (৮ সেপ্টেম্বর) দক্ষিণ আফ্রিকার দেশটির উত্তর-মধ্যাঞ্চলের নাইজার রাজ্যে এ দুর্ঘটনা ঘটে।

রোববার রাতে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে , আরেকটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে জ্বালানিভর্তি ট্রাকটির। এরপরই এটি বোমার মতো বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর আশপাশে থাকা গাড়িতে আগুন ধরে যায়।

নাইজার রাজ্যের জরুরি ব্যবস্থাপনা এজেন্সি জানিয়েছে, গবাদি পশুসহ সাধারণ মানুষ পরিবহন করা একটি ট্রাকের সঙ্গে ওই জ্বালানিভর্তি গাড়ির সংঘর্ষ ঘটে।  

নিহতের সংখ্যা অন্তত ৫০ জন বলে জানিয়েছেন নাইজার রাজ্যের জরুরি ব্যবস্থাপনা এজেন্সির মহাপরিচালক আবদুল্লাহি বাবা-আরব।

তিনি বলেন, ত্তর-মধ্য নাইজার রাজ্যের আগাই এলাকায় দুর্ঘটনাটি ঘটে। জ্বালানি ট্যাঙ্কার ও গবাদি পশু বহন করা গাড়ির সাথে ধাক্কা লাগলে বিস্ফোরণ ঘটে। অন্তত ৫০ জনকে জীবন্ত পুড়ে যায়।

দুর্ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে বলে জানান তিনি। বাবা-আরব জানান, প্রাথমিকভাবে ৩০টি লাশ পাওয়া গেছে। কিন্তু পরে একটি বিবৃতিতে, তিনি বলেছিলেন যে সংঘর্ষে পুড়ে মারা যাওয়া নিহতদের আরও ১৮টি মৃতদেহ রয়েছে। তিনি বলেন, নিহতদের গণদাফন করা হয়েছে।

আরও কতজন আহত হয়েছেন তা প্রাথমিকভাবে জানা যায়নি। জরুরি ব্যবস্থা এজেন্সির মুখপাত্র হুসেইনি ইব্রাহিম বলেছেন, দুর্ঘটনায় ৪৮ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাস্থলের পরিস্থিতি নিরূপণে তখনো কাজ চলছিল।

নাইজার রাজ্যের গভর্নর মোহাম্মদ বাগো বলেছেন, রাস্তা ব্যবহারকারীদের জীবন ও সম্পত্তি রক্ষার জন্য সর্বদা সতর্ক থাকতে এবং সড়ক ট্রাফিক নিয়ম মেনে চলতে হবে ।


ডেল্টা টাইমস/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com