বাংলাদেশের বিপক্ষে ভারতের প্রথম টেস্টের দলে বড় চমক
ডেল্টা টাইমস ডেস্ক:
|
চলতি মাসে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। চমক রেখে আসন্ন সিরিজের প্রথম টেস্ট দল দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন বাঁহাতি পেসার যশ দয়াল। দলে ফিরেছেন রিশাভ পান্ট ও বিরাট কোহলি। আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইতে প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ভারত। ম্যাচটির জন্য রোববার ১৬ সদস্যের দল দিয়েছে বিসিসিআই। টাইগারদের বিপক্ষে পূর্ণ শক্তির দলই পাচ্ছে ভারত। সবমিলিয়ে নিজেদের সম্ভাব্য সেরা একাদশ নিয়েই মাঠে নামবে রোহিত শর্মার দল। আগামী ২৭ সেপ্টেম্বর কানপুরে দ্বিতীয় ও শেষ টেস্টে নামবে দুদল। এরপর তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ-ভারত। ৬ অক্টোবর গোয়ালিয়র, ৯ অক্টোবর দিল্লি ও ১২ অক্টোবর হায়দরাবাদে ম্যাচগুলো গড়াবে। ভারতের প্রথম টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), যশ্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, রিশভ পান্ট, ধ্রুব জুরেল, রবিচন্দন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, জাসপ্রীত বুমরাহ, যশ দয়াল। ডেল্টা টাইমস/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |