শনিবার ৫ অক্টোবর ২০২৪ ২০ আশ্বিন ১৪৩১

ভারতে দুটো টেস্টই জিততে চান বাংলাদেশ অধিনায়ক
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রোববার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ১:০১ পিএম | অনলাইন সংস্করণ

ভারতে দুটো টেস্টই জিততে চান বাংলাদেশ অধিনায়ক

ভারতে দুটো টেস্টই জিততে চান বাংলাদেশ অধিনায়ক

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার আনন্দে বিভোর হয়ে থাকার সময় পাননি টেস্ট দলের ক্রিকেটাররা। ভারত সফরের প্রস্তুতিতে নেমে পড়তে হয়েছে ৮ সেপ্টেম্বর। ৯ সেপ্টেম্বর থেকে অফিসিয়াল অনুশীলন ছিল কোচ সোহেল ইসলামের তত্ত্বাবধানে। দেখতে দেখতে অনুশীলন পর্ব শেষ। এবার ভারত যাওয়ার পালা। 

দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে ভারত গেল বাংলাদেশ ক্রিকেট দল। সফরে স্বাগতিক ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচে পুরো পাঁচ দিনই ভালো খেলার প্রত্যাশা করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার আশা, পাঁচদিন লড়াই করতে পারলে রেজাল্ট নিজেদের দিকেও আসতে পারে।

ব্যক্তিগত প্রত্যাশা নিয়ে অধিনায়ক বলেন, ‘আমার ব্যক্তিগত প্রত্যাশার কথা বলবে বলবো, দল জিতুক। আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করবো, দলকে কিছু দেওয়া, কন্টিবিউট করার।’

সাকিব আল হাসান ছাড়া কোচিং স্টাফ ও ১৫ ক্রিকেটার থাকছেন বহরে। ইংল্যান্ড থেকে সরাসরি ভারতে দলের সঙ্গে যোগ দেবেন বাঁহাতি এ অলরাউন্ডার। সিরিজ শেষ করে পাকিস্তান থেকে সরাসরি লন্ডনে গিয়েছিলেন সাকিব। 

ভারতের বিপক্ষে সাকিবের থেকে কি আশা করেন, এমন প্রশ্নের জবাবে বলেন, ‘আমার মনে হয় উনার (সাকিব) প্রস্তুতি ভালো হয়েছে (কাউন্টি ক্রিকেটে)। আশা করবো, ভারতের বিপক্ষে ভালো কিছু করবেন।’

ভারতের বিপক্ষে ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। এছাড়া কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর। টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে ভারতে তিন দিনের অনুশীলন ক্যাম্প করবে সফররত বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট শেষে বাংলাদেশ ও ভারত মুখোমুখি হবে টি-টোয়েন্টি সিরিজে। আগামী ৬ অক্টোবর প্রথম টি-টোয়েন্টি হবে গোয়ালিয়রে। এরপর ৯ অক্টোবর দিল্লিতে ও ১২ অক্টোবর হায়দরাবাদ তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে বাংলাদেশ দলের ভারত সফর।


ডেল্টা টাইমস/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com