ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডল আর নেই
ডেল্টা টাইমস ডেস্ক:
|
বর্ষীয়ান ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডল আর নেই। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কিডনির সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন অঘোর মন্ডল। এরই মধ্যে তিনি আক্রান্ত হন ডেঙ্গুতে। যার ফলে তাকে বিএসএমএমইউর আইসিইউতে ভর্তি করা হয়। গত ১৩ সেপ্টেম্বর ভোরে তার শারীরিক অবস্থার অবনতি হয়। যার ফলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আজ বুধবার বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নব্বইয়ের দশকে ভোরের কাগজ দিয়ে তার ক্রীড়া সাংবাদিকতার শুরু। চলতি শতকের শুরুর দিকে তিনি যোগ দেন সম্প্রচার মাধ্যমে। এরপর তিনি কাজ করেছেন চ্যানেল আই, দীপ্ত টিভিতে। এরপর সবশেষ তিনি এটিএন নিউজের বার্তা সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। ডেল্টা টাইমস/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |