বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল
ডেল্টা টাইমস ডেস্ক:
|
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর বসার কথা ছিল বাংলাদেশে। তবে শেষ মুহূর্তে সরে যায় ভেন্যু। আসরটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। আগামী মাসের ৩ তারিখ পর্দা উঠবে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। সেই আসরে খেলতে আজ দেশ ছেড়েছে বাংলাদেশ দল। বৃৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল দশটায় আরব আমিরাতের উদ্দেশে রওনা দিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। সবশেষ চার টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশ্য ভালো পারফর্মম্যান্স করতে পারেনি জ্যোতিরা। গত চার আসরে একবারও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। তবে এবার সেই ধারা ভাঙতে চান বাংলাদেশ অধিননায়ক। গেল মঙ্গলবার মিরপুর শের-ই বাংলায় সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন এমন লক্ষ্যের কথা। জ্যোতি বলছিলেন, ‘যে পরিসংখ্যানের (জয়খরা) কথা বললেন, আমার মাথায় এটা সবসময় থাকে যে, আমি নিজেও চারটি বিশ্বকাপ খেলেছি, এখনও পর্যন্ত একটা ম্যাচ জিততে পারিনি। অবশ্যই এবার বিশ্বকাপে আমার ব্যক্তিগতভাবে যেমন লক্ষ্য, গোটা দলেরও তেমনই লক্ষ্য যেন আমরা একটা ম্যাচ জিতে শুরু করতে পারি।’ ডেল্টা টাইমস/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |