দেশে ফেরত পাঠানো হচ্ছে টাইগার রবিকে, হতে পারেন নিষিদ্ধ
ডেল্টা টাইমস ডেস্ক:
|
কানপুরে বাংলাদেশ-ভারতের টেস্ট ম্যাচ দেখতে গিয়ে স্টেডিয়ামে ভারতীয়দের মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ তোলা ‘টাইগার রবি’কে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে ভারত। জানা গেছে, মেডিক্যাল ভিসায় ভারতে গিয়ে খেলা দেখেছেন টাইগার রবি। দেশটির গণমাধ্যমে দাবি, আগামী কয়েক বছর ভারত প্রবেশে নিষিদ্ধ করা হতে পারে। কানপুর টেস্টের প্রথম দিনে মাঠের খেলা ছাপিয়ে আলোচনায় উঠে আসেন টাইগার রবি। বাংলাদেশের এই ভক্ত নিজের ওপর হামলার অভিযোগ করেন। অজ্ঞান হয়ে পড়লে স্টেডিয়াম থেকে তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সংবাদমাধ্যমের কাছে তিনি দাবি করেন, স্থানীয় কিছু দর্শকের সঙ্গে কথা–কাটাকাটি হয় তার, যেটা পরে হাতাহাতিতে গড়ায়। তাকে পাঁজরে এবং কোমরে আঘাত করা হয়েছে। হাসপাতালে আঘাত পর্যালোচনা করতে সিটি-স্ক্যান এবং এক্স-রে পরীক্ষা করা হয়। সেখান থেকে অবশ্য আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। দেশে ফেরত পাঠানো হচ্ছে টাইগার রবিকে, হতে পারেন নিষিদ্ধ এর আগে চেন্নাই টেস্টেও হেনস্থার অভিযোগ তুলেছিলেন টাইগার রবি। তার এমন আচরণ ভারত সফররত বাংলাদেশ দলকেও বিব্রতকর অবস্থায় ফেলেছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এরই মধ্যে তাকে ভারত ছাড়তে হচ্ছে। গত শুক্রবার রবিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখান থেকে ছাড়া পাওয়ার পর তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে। তাকে ইতোমধ্যে দিল্লি পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে আজ ফিরবেন ঢাকায়। রবিকে দেশে ফেরত পাঠানোর পাশাপাশি ভারতে পুনরায় প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করা হতে পারে বলে শোনা যাচ্ছে। ডেল্টা টাইমস/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |