পুর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান মাদরাসাসহ শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি বিএমজিটিএ’র
নিজস্ব প্রতিবেদক:
|
বিশ্ব শিক্ষক দিবসে পুর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদরাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি করেছে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন(বিএমজিটিএ)। শনিবার (৫ অক্টোবর) সকালে রাজধানীর দি কনভেনশন হলে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় এ দাবি করেন বিএমজিটিএ নেতৃবৃন্দ। সংগঠনের সদস্য সচিব ফিরোজ আলমের সঞ্চালনায় প্রতিষ্ঠাতা ও আহবায়ক মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের পুর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, ১৬ বছর পূর্ণ হলে সকল প্রভাষকদের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি ,সরকারি চাকরিজীবীদের ন্যায় শিক্ষকদের মেডিকেল ও বাড়ি ভাড়া, শিক্ষকদের বদলি প্রথা চালু,সহকারী শিক্ষকদের ৮ম গ্রেড, প্রশাসনিক পদে জেনারেল শিক্ষকদের নিয়োগ, ইএফটির মাধ্যমে বেতন প্রদান ও মাদরাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি করা হয় । পুর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান মাদরাসাসহ শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি বিএমজিটিএ’র কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, সুলতান মাহমুদ, ফকরুল ইসলাম,কে,এম শামীম, মেহেদী হাসান সরকার, সহ-সভাপতি,আব্দুস সাকুর,সরুজ্জামান, কামরুন্নাহার, মোহাম্মদ আলী, আব্দুল মান্নান,আরমান শাহজাদা, গোলাম মোস্তফা,রিপন খন্দকার, আলাউদ্দিন, তোফাজ্জল হোসেন প্রমুখ। ডেল্টা টাইমস/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |