আমার ভাইকে ‘সন্ত্রাসী’ বলে অপমান করা হয়েছে : আবু সাঈদের বড় ভাই
রংপুরি প্রতিনিধি:
|
আবু সাঈদের বড় ভাই মো. বকুল মিয়া বলেছেন, “আমার ভাইকে ‘সন্ত্রাসী’ বলে তাকে এবং ছাত্র-জনতাকে অপমান করা হয়েছে। সুতরাং তাপসী তাবাসসুম ঊর্মিকে অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে।” মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে আবু সাঈদের নিজ উপজেলা পীরগঞ্জে তাপসী তাবাসসুম ঊর্মিকে গ্রেপ্তারের দাবিতে স্থানীয়রা বিক্ষোভ করে। ওই বিক্ষোভে উপস্থিত হয়ে আবু সাঈদের বড় ভাই মো. বকুল মিয়া এ কথা বলেন। প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি মহিলা কলেজের সামনে গিয়ে শেষ হয়। এদিন বিকেল সাড়ে ৩টার দিকে জাফরপাড়া বাজারে বিক্ষোভ করে আবু সাঈদের ইউনিয়ন ও জাফরপাড়ার বিক্ষুব্ধ মানুষজন। সেখানেও শত শত মানুষ ও আবু সাঈদের পরিবারের সদস্যরা অংশ নেন। মিছিলটি স্থানীয় জাফরপাড়া বাজার থেকে বের হয়ে মূল সড়ক প্রদক্ষিণ করে আবার জাফরপাড়া বাজারে এসে শেষ হয়। স্থানীয় বাসিন্দা মাহমুদুল হাসান বলেন, ‘আবু সাঈদকে নিয়ে ধৃষ্টতা দেখিয়েছেন ঊর্মি। সারা দুনিয়া দেখলে একজন নিরীহ ছাত্রকে প্রকাশ্যে গুলি করে হত্যা করল, আর তাকে সন্ত্রাসী আখ্যা দিলেন তিনি। অবিলম্বে তাকে গ্রেপ্তার করে কঠোর শাস্তি দেওয়া হোক।’ রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা এখনো লুকিয়ে আছে। আবু সাঈদকে সন্ত্রাসী বলা ওই ম্যাজিস্ট্রেটের বিচার চাই। তাকে আইনের আওতায় আনার দাবি জানাই।’ ডেল্টা টাইমস/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |