ইবিতে ‘ফিক্হী মাসআলা প্রতিষ্ঠায় হানাফী মাযহাবের ভূমিকা’ শীর্ষক পিএইচডি সেমিনার
ইবি প্রতিনিধি:
|
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘ফিক্হী মাসআলা প্রতিষ্ঠায় হানাফী মাযহাবের ভূমিকা’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন ভবনের আইন অনুষদের সভাকক্ষে এটি অনুষ্ঠিত হয়। এদিন সেমিনারে আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দীনের সভাপতিত্বে পিএইচডি তত্ত্বাবধায়ক হিসেবে ছিলেন বিভাগের অধ্যাপক ড. এ কে মুহা. নুরুল ইসলাম। আলোচক হিসেবে ছিলেন আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝি ও আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহা. নাজিম উদ্দীন। সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আবু বকর মো: জাকারিয়া, আইন বিভাগের অধ্যাপক ড. হালিমা খাতুন, অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, অধ্যাপক ড. নূরুন নাহার, আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ারুল ওহাব, সহযোগী অধ্যাপক ড. আলতাফ হোসেন, সহযোগী অধ্যাপক ড. আমজাদ হোসাই, ল' অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মেহেদী হাসান ও সহকারী অধ্যাপক সাহিদা আখতারসহ বিভিন্ন বিভাগের ৪৪জন শিক্ষক। ডেল্টা টাইমস/ইদুল হাসান/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |